বিস্তারিত
  • উচ্চ শিক্ষা গ্রহনে বিশ্বনাথের সাকিবের কানাডা যাত্রা


    স্টাফ রিপোর্টার || 16 January, 2018, 4:53 PM || শিক্ষাঙ্গন


    বিশ্বনাথ বিডি ২৪ :: উচ্চ শিক্ষার জন্য কানাডা যাচ্ছেন বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের আহমদ আলীর পুত্র (বর্তমান ছাতক উপজেলা শহরের বসবাসকারী) ও সানশাইন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল বাসিত শামীম এর চাচাত ভাই সাকিব আহমদ।
    সাকিব আহমদের কানাডা যাত্রা উপলক্ষে সানশাইন মডেল একাডেমির উদ্যোগে মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ বিডি ২৪ ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক সুরমান আলী সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ বিডি ২৪ ডট কম এর সম্পাদক, প্রকাশক এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।

     

    সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাকিব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল মনাফ, শিক্ষানুরাগী মো. রহমত আলী, আসলাম খান, মোহাম্মদ আরিফ হোসাইন, সানশাইন মডেল একাডেমির শিক্ষক মোশাহিদ আলী, মামুন আহমদ, মো. জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জয়নুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী তাহমিনা বেগম।
    অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি সাকিব আহমদকে একাডেমির পক্ষ থেকে সম্মননা ক্রেষ্ঠ উপহার দেন অতিথিবৃন্দ।

     

     


    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ বিডি ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু বলেছেন, সাকিবেরা আজ উচ্চ শিক্ষা অর্জন করে বিশ্বনাথসহ গোটা সিলেটের মুখ উজ্জল করছেন। এসুনাম আমাদের ধরে রাখতে হলে সবাইকে শিক্ষার প্রতি আরো এগিয়ে আসতে সবার প্রতি অনুরোধ জানান।
    সংবর্ধিত অতিথি সাকিব আহমদ বলেছেন, উচ্চ শিক্ষা অর্জনের পেছনে পরিবারের অবদান সবচেয়ে বেশী। পরিবারের সাপোর্টে আজ আমার এগিয়ে আসা। তিনি বলেন, মনযোগ সহকারে নিয়মিত পড়ালেখা করলে যেকোন শিক্ষার্থী ভাল অবস্থান সৃষ্টি করতে পারবে এতে কোন সন্ধেহ নেই।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ