বিস্তারিত
  • বিশ্বনাথে মোটা অংকের টাকার বিনিময়ে বিদ্যালয়গুলোতে পাঠ্য হচ্ছে নিম্মমানের বই


    স্টাফ রিপোর্টার || 15 January, 2018, 8:09 PM || শিক্ষাঙ্গন


    বিশ্বনাথ বিডি ২৪ :: বিশ্বনাথে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিম্মমানের বইয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। ভাল মানের বই পাঠ্য না করার কারণে শিক্ষার্থীরা ভাল ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে। এনিয়ে অভিভাবক মহলে দুশ্চিন্তার মাত্রা বেড়েই চলেছে। এক শ্রেণীর কিছু অসাধু শিক্ষকের কারণে মোটা অংকের টাকায় বিনিময়ে নিম্মমানের বাংলা ব্যাকরণ ও ইংরেজী গ্রামার বই পাঠ্য হচ্ছে গোটা উপজেলার প্রায় সব বিদ্যালয়ে।
    তাদের কথা মত শিক্ষার্থীরা এসব বই ক্রয় করে পড়তে হচ্ছে। এক্ষেত্রে কিছু অসাধু শিক্ষকেরা লাখ লাখ টাকার মালিক হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। কিছু কিছু বিদ্যালয়ের শিক্ষকেরা নিম্মমানের বই নিয়ে ব্যবসা করছেন। যে ব্যবসা করার কথা লাইব্রেরীয়ানরা। কিন্তু বেশী কমিশনের কারণে এখন বিশ্বনাথের কিছু শিক্ষকেরা নিজেদের বিদ্যালয়ের একটি কক্ষে বই রেখে অবাদে শিক্ষার্থীদের কাছে বিক্রি করছেন বলে বিশ্বস্ত্র সূত্রে জানাগেছে।
    এব্যাপারে বেশ কয়েকজন লাইব্রেরী মালিকদের সাথে আলাপ করে জানাগেছে, কিছু শিক্ষক নিম্মমানের প্রকাশনীর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের বই পাঠ্য করছেন গোটা উপজেলায়। যে বই গুলো শিক্ষার্থীদের মেধা বিকাশে কোন কাজে আসছেনা। টাকার বিনিময়ে শিক্ষার্থীদের জীবন নষ্টকারী নিম্মমানের প্রকাশনীর বই পাঠ্য থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
    নাম প্রকাশে বেশ কয়েকজন অভিভাবকেরা বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের পছন্দমত প্রকাশনীর বই ক্রয় করার জন্য বলেন। তাদের পছন্দমত বই ক্রয় না করলে সেগুলো আমাদের ফেরত দিতে বাধ্য করেন। ফলে তাদের কথা মত আমরা আমাদের সন্তানদের নিম্মমানের বই কিনে দিতে বাধ্য হই। তারা বলেন, আমরা শুনেছি কিছু শিক্ষক টাকার বিনিময়ে নাকি নিম্মমানের বই আমাদের সন্তানদের পড়তে ও ক্রয় করতে বলেন। তারা দু:খ করে বলেন, এমন আদর্শের শিক্ষকদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে। সন্তুানদের দোহাই দিয়ে অভিভাবকেরা বলেন, নিজের সন্তানের দিকে তাকিয়ে এসব বন্ধ করার অনুরোধ জানান এবং আদর্শ শিক্ষকের ছায়া দেখতে চায় বিশ্বনাথের সব সন্তানেরা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ