বিস্তারিত
  • বিশ্বনাথে সরকারি রাস্তায় দোকানঘর নির্মান!


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 February, 2018, 6:38 PM || দৌলতপুর


    Default Image

    বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়াবাজারে বিশ্বনাথ-ছালিয়া সরকারি রাস্তার মধ্যখানে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে রোববার এলাকার ১০জন স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বাক্ষরলিপি প্রদান করেন।
    স্বারকলিপি সুত্রে জানাগেছে, স্বারকলিপিতে স্বাক্ষরকারীরা উপজেলার দৌলতপুর ও দশঘর ইউনিয়নের বাসিন্দা। বিশ্বনাথ-ছালিয়া রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যানবাহন নিয়ে চলাচল করেন। সম্প্রতি পুরাতন হাবড়া বাজারস্থ সরকারি পাকা রাস্তার উপর মানিক মিয়া অবৈধভাবে পাকা দোকান নির্মাণ করছেন। যাহার ফলে প্রতিদিন যানজট লেগেই থাকে এবং যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটে। জনস্বার্থে সরকারি পাকা রাস্তা ছেড়ে দোকানঘর নির্মানের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    এব্যাপারে মানিক মিয়া সাংবাদিকদের বলেন, নিজের জায়গায় দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছি। তবে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
    স্বাক্ষকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ