বিস্তারিত
  • আলোকিত দৌলতপুর গড়ার লক্ষে গ্রামের রাস্তায় সৌর বিদ্যুতের লাইটিং


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 February, 2018, 9:08 PM || দৌলতপুর


    বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। যার শুরু হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় থেকে। আমাদের সকলের উচিত প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করে দেশে বিনিয়োগ করার ক্ষেত্র সৃষ্টি করে দেওয়া। তিনি আরোও বলেন, কাউকে অযথা হয়রাণী না করে, সকল প্রকারের অপরাধ দমনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিশ্বনাথ থানা পুলিশ। উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে অপরাধ প্রবনতা আরোও কমে যাবে। আর এজন্য প্রয়োজন সমাজের বিত্তবান ও প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা। তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর গ্রামের চারটি মসজিদ, স্কুল এন্ড কলেজ, সরকারী প্রাথমিক স্কুল ও মাদ্রাসা সহ গ্রামের গুরুত্ব পূর্ন সড়কগুলোতে স্থাপনকৃত লাইটিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

    প্রবাসীদের অর্থায়নে গ্রামের বিভিন্ন সড়কের ১৭টি স্থানে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে খুঁটি’সহ সৌর প্যানেল স্থাপন করা হয়। দৌলতপুর আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগীতায় লাইটিং কাজ সম্পন্ন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী মনির খানের সভাপতিত্বে ও সংগঠক আবদুল মোমিন কালুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আখন্দ, যুক্তরাজ্য প্রবাসী মফজ্জুল আলী, গ্রামের প্রবীন মুরব্বী সাবেক মেম্বার আযম আলী।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহেদুল ইসলাম জুয়েল ও স্বাগত বক্তব্য রাখেন জামালউদ্দিন। উদ্বোধন শেষে মোনাজাত করেন হাফিজ হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকার বাউল শাহ খোয়াজ মিয়া, যুক্তরাজ্যা প্রবাসী মানিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব।

    এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী তৈয়ব মিয়া চৌধুরী.সাবেক মেম্বার কুটু মিয়া, হাফিজ জমশিদ হোসেন, মনির আলী, ওয়াহিদ আলী, আবদুর রুপ,আবদুল মনাফ, জবর আলী,সামছুল ইসলাম, চেরাগ আলী, আকবর আলী, আবদুল করিম,সংগঠক ছালিক মিয়া, সেবুল মিয়া ,খলিলুর রহমান,লিলু মিয়া, আবদুল মালেক, হেলাল আহমদ,রাজু মিয়া, জাকির হোসেন, জাবেদ আলী, জুয়েল আহমদ, বাবুল মিয়া, আনর আলী প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ