বিস্তারিত
  • ঘাতক নূরের রায় কার্যকর না হওয়ায় আমরা সিলেটবাসী লজ্জিত -শফিক চৌধুরী


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 August, 2018, 8:15 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই জাতির জনকের হত্যাকারীদের বিচার ও রায় কার্যকর করা হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হলেও ঘাতক ক্যাপ্টেন নূরের রায় এখনো কার্যকর না হওয়ায় আমরা সিলেটবাসী যেমন লজ্জিত তেমন কলঙ্কমুক্ত হতে পারিনি। তাই দ্রুত তাকে দেশে ফেরত এনে রায় কার্যকর করার মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান।
    তিনি জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছুআমান সমছু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব।
    এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হিরন মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জাহুরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সহ প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, আকবর আলী, আনোয়ার আলী, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, দেকওলস ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুল মুমিন মেম্বার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রূপন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুর রুপ, ফখর উদ্দিন, সেলিম আহমদ, আজির উদ্দিন, রেজুয়ান আহমদ, জামাল আহমদ মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমির আলী, শ্রমিকলীগ নেতা শংকর দাস সংকু, আজাদ মিয়া, তাজির আলী, আরান দে, যুবলীগ নেতা ইউসুফ আলী, দবির মিয়া, মনোয়ার হোসেন মুন্না, লিটন মিয়া, ছাদনূর মাস্টার, ইউসুফ আলী, জাবেদ মিয়া, তোফায়েল আহমদ, রুহেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা শাহ মুজিবুর রহমান, মিয়াদ আহমদ, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, এমদাদ, জুয়েল, মামুন, জাকির হোসেন, মারুফ, জাহান, জুবায়ের, সুহেল, আল আমিন, জাহাঙ্গীর, সালমান, কামরুল, আলকাছ, রুবেল, শাহীন, হোসেন, হাসান, কাওছার, রুহেল, ইমরান, জাবেদ প্রমুখ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ