বিস্তারিত
  • বিশ্বনাথে জাতীয় শোক দিবসে শোকর‌্যালী ও পুষ্পস্তবক অর্পন


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 August, 2018, 8:12 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :: জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী সিলেটের বিশ্বনাথে গভীর শ্রদ্ধা, ভালাবাসা ও শোকের মাধ্যমে পালিত হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সরকারি-বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে।
    সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ করে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোকর‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
    শোক র‌্যালী শেষে বিআরডিবি মিলনায়তনে আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী পাঠ। প্রতিযোগীতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দির’সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং উপজেলা হাসপাতালে প্রশাসনের উদ্যোগে উন্নতমানের খাবার পরিবেশনা করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত ধর রন মেম্বার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান, সাব-রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ, কৃষি কর্মকর্তা রমজন আলী, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজ সেবা কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনোলাল রায়, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, পল্লীবিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের এজিএমকম নাজমুল হাসান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ