বিস্তারিত
  • বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প বুধবার


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 February, 2018, 10:41 PM || বিশ্বনাথ, স্বাস্থ্য


    ওয়ান পাউন্ড হসপিটাল একটা ব্রিটিশ চ্যারিটি (রেজি: নং ১১৬২১৫০) এবং এর মূল উদ্দেশ্য বাংলাদেশের গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। সংস্থাটি ২০১৭ সালের ১০ মার্চ সিলেটের বিশ্বনাথে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে তার প্রাথমিক যাত্রা শুরু করে।
    প্রতি শুক্রবার অস্থায়ী অফিস হিসেবে বিশ্বনাথের সুনামধন্য ডাক্তার মাহবুব আলী জহিরের রামসুন্দর হাই স্কুল মার্কেটে অবস্থিত চেম্বারটি ব্যবহার করে গরীব ও অসহায় রোগীদেরকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করছে। এ পর্যন্ত সংস্থাটি ১হাজার ৯জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে।
    সংস্থাটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হল দেশ ও বিদেশের সকল হুদয়বান ও দানশীল ব্যক্তিবর্গের আন্তরিক ও আর্থিক সহযোগিতায় বিশ্বনাথে একটি ইউরোপিয়ান মান সম্মন্ন হাসপাতাল স্থাপন করা এবং সেখানে একটি অত্যাধুনিক এলার্জি বিভাগ থাকবে যা বাংলাদেশে এখনও নাই।
    সংস্থাটি মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতুভাষা দিবস উপলক্ষে কাল বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে অর্থায়ন করছেন বিশিষ্ট সমাজসেবক, আল-হেরা শপিং সিটির এমডি মো. সিরাজউদ্দিন ও বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী মো. ফারুক মিয়া।
    আশা করা হচ্ছে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা যাবে। চিকিৎসা সেবা প্রদান করবেন এলার্জি ও এজমা বিশেষজ্ঞ ( সংশ্লিষ্ট বিভাগ লন্ডন ও ইন্ডিয়া থেকে উচ্চতর ডিগ্রীধারী) ডা: মো. শানুর আলী মামুন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: মো. শিবলী খান, ওয়ান পাউন্ড হসপিটাল ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো. মাহবুব আলী জহির, ও জেনারেল ফিজিসিয়ান, নিউরোমেডিসিন মা ও শিশু রোগের চিকিৎসক ডা: মো. মাহমুদুল আমিন।
    সকাল ১০ টায় অনুষ্টিতব্য উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (অব.) ও ওয়ান পাউন্ড হসপিটালের বাংলাদেশ চাপ্টার সভাপতি মো. মঈন উদ্দিন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোহাম্মদ আব্দুর রহমান মুসা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শঅমসুদ্দোহা পিপিএম।
    ফ্রি মেডিকেল ক্যাম্পে নির্দিষ্ট সময়ে রোগীদেরকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাংবাদিক, কবি নাজমুল ইসলাম মকবুল ও বিশ্বনাথ বিডি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ