বিস্তারিত
  • বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে মাদাই বিলে ‘পলো বাওয়া’ অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 March, 2020, 12:31 PM || বিশ্বনাথ


    তজম্মুল আলী রাজু/ আহমদ আলী হিরণ :-সিলেটের বিশ্বনাথে আজ মঙ্গলবার (৩রা মার্চ) মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ‘মাদাই বিলে’ বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হয়েছে। উৎসবে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের কয়েক হাজার সৌখিন শিকারী অংশ গ্রহন করেন। সকাল ১০টায় একসাথে পলো, জাল নিয়ে ঝাপ দিয়ে পড়েন বিলে। এ সময় পলো দিয়ে বুয়াল, রুই, কাতলা, মাগুরা, গনিয়া, মৃগেল, শৈলসহ বিভিন্ন জাতের মাছ শিকার করেন শিকারীরা। উৎসব পরিণত হয় মিলনমেলায়। এছাড়া বিলের পাড়ে বসে উৎসব দেখেন নারী-পুরুষেরা।
    মাছ শিকারী আফিকুল ইসলাম, কবির মিয়া, আছকির আলী, শামীম আহমদ বলেন, সবাই মিলে এক সাথে মাছ শিকার করার মজাই আলাদা। তারা বলেন, বার্ষিক পলো বাওয়া উৎসবে শুধু মাছ শিকার নয় দেখা হয় একে অন্যের সাথে। উৎসব পরিণত হয় মিলন মেলায়।
    বৃদ্ধ মনির মিয়া বলেন, মাদাই বিলের পলো বাওয়া উৎসব যুগ যুগ ধরে চলে আসছে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ধরে রাখতে কাজ করছে এলাকার যুবসমাজ। এই ধারাবাহিকতা রক্ষার্থে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
    মাছ শিকারী তৈয়ব আলী বলেন, আমি পলো বাওয়া উৎসবে এসে একটি কাতলা ও একটি মাগুর শিকার করেছি। এতে আমি খুবই আনন্দিত।
    মাদাই খাল সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, উৎসব-কে কেন্দ্র করে মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন হয়। প্রতি বছর সমিতির মাধ্যমে আমরা পলো বাওয়া উৎসবের আয়োজন করি। এতে সব বয়সি মানুষের দেখা হয় উৎসবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ