বিস্তারিত
  • বিশ্বনাথে তালামীযে ইসলামিয়ার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 March, 2018, 7:40 PM || আলংকারী


    আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের জ্ঞানার্জনের সুবিধা বৃদ্ধি করে দিয়েছে ঠিক তেমনি এর অপব্যবহার আমাদের ছাত্রসমাজের একটি বিশাল অংশকে ধংসের দিকে লেলিয়ে দিয়েছে।তারা প্রযুক্তির বিভিন্ন সুবিধা সহজে পেয়ে যাওয়াতে তাদের অধ্যায়নকে পিছে রেখে প্রযুক্তির অপব্যবহারে আসক্ত হচ্ছে। আর এমনি ভাবে তারা শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে। তাই এই সময়ে প্রত্যেক ছাত্রের উচিৎ হলো এর অপব্যবহার থেকে সরে এসে পাঠের প্রতি মনোযোগী হওয়া। তালামীযে ইসলামিয়ার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩নং অলংকারী ইউ.পি.শাখার আওতাধীন ৬নং ওয়ার্ড শাখা কর্তৃক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব তিনি এসব কথা বলেন।

    শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি আল-ইমরানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আশরাফুজ্জামান এবং না’তে রাসুল (সা.)পরিবেশন করেন সবুজ কুড়ি শিল্পি গোষ্ঠীর সদস্য জাকারিয়া আহমদ। এ সময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা নুরুল ওয়াহিদ, অলংকারী ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, আল-মুছিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মানিক মিয়া রানা, তরুণ সমাজ সেবক এম এ আবসান, ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক ফারুক আহমদ, টেংরা বেতসান্দি আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি হাফিজ সাইদুল ইসলাম, সহ সভাপতি হাফিজ কবির আহমদ। শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, উপস্তিত ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ পারবেজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক আরমান আলি,প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমদ, সদস্য মুস্তাফিজুর রহমান, বুরহান আহমদ, জাহাঙ্গীর আলম, রুমেল আহমদ, জুনেদ আহমদ, ফারহান আহমদ, মুশাহিদ আলি প্রমুখ। অনুষ্ঠানে সম্মানীত অতিথিদের মাধ্যমে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ