বিস্তারিত
  • পর্তুগালে বিশ্ব স্বজন ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


    স্টাফ রিপোর্টার || 18 January, 2018, 6:18 PM || প্রবাস


    রহমান খলিল, প্যারিস, ফ্রান্স :: বিশ্ব ‘স্বজন’ ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবন এর অধিবিলাসে স্বজন পরিবারের পক্ষ থেকে ১৫ জানুয়ারি রাতে ঝাঁকজমক পূর্ণভাবে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কেক কেটে দিনটিকে উদযাপন করা হয় ।
    অনুষ্ঠানে লটারির মাধ্যমে ২০১৭ সালের লাকী ‘স্বজন’ নির্ধারণ করা হয়। রেফেল ড্র এর মধ্যে দিয়ে ৩ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালের লাকি স্বজন হিসেবে বিজয়ী হন পর্তুগালের জনপ্রিয় ‘স্বজন’ এনামুল হক, লটারি বিজয়ী প্রথম ভাগ্যবান ‘স্বজন’ হাবিব রহমান, দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী ‘স্বজন’ বাবলু মিয়া, তৃতীয় ভাগ্যবান ‘স্বজন’ জাহির আলী ।
    এসময় স্বজন এনামুল হকের বাংলাদেশে সংক্ষিপ্ত সফর উপলক্ষে স্বজনদের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়, অন্যদিকে স্বজন আখতার হোসেন এর শুভ জন্মদিন থাকায় স্বজনরা কেক কেটে তাকে শুভেচ্ছা জানান।
    অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য স্বজন আখতার, স্বজন হাবীব রহমান ও সাজ-সজ্জায় ‘স্বজন’ আব্দুল আজিজ রাজু, মামুন রহমান পাপলু কে উপস্থিত সবাই বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
    বিশ্ব ‘স্বজন’ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ফজরুল হক এনামের উপস্থিতিতে পর্তুগালের প্রিয় মুখ ‘স্বজন’ পরিবারের সরব ও প্রাণবন্ত উপস্থিতিতে এ সময় স্বজনদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, পর্তুগালের স্বজন পরিবারের অভিবাবক স্বজন শামীম আহমদ, ‘স্বজন’ জহির হোসাইন, ‘স্বজন’ জাহির আলী, ‘স্বজন’ হেলাল হোসাইন, ‘স্বজন’ এনামুর রহমান, আলাউর রহমান, সুমন আহমেদ, তানহাজুল ইসলাম, তানবীর আহমেদ, মুকিতুর রহমান চৌধুরী সেলিম, আলিমউদ্দিন, আব্দুল আজিজ রাজু, আখতার হোসাইন, হাবিব রহমান, নূর আহমেদ মিনা, জগৎ, শাহীন আহমেদ, সালেহ আহমেদ, হোসাইন আহমেদ, হাবিব রহমান, এনামুল, মোস্তাক আহমেদ, আরিফ আহমেদ, আজিজ মিয়া, রনি মিয়া, সীমান্ত, শামীম আহমেদ, বাবলু, রেজাউল করিম, মাসুদ আহমেদ, হাম্মাদ, মামুন পাপলু, ফাহিম আহমেদ, ছামি, রাহাত, ফাহাদ, সাজিদ, সুমন মিয়া, ফয়সল, রিপন, রাজীব, সাইফুর, করিম, জসিম, রনি চোধুরী, আব্দুল মালিক প্রমুখ ।
    অনুষ্ঠানে শেষে উপস্থিত সবার জন্য সু-স্বাদু বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়। উপস্থিত স্বজনরা তাদের ৫ম বষপূর্তিতে বিশ্বের সকল স্বজনদের প্রতি শুভেচ্ছা জানান ও ‘স্বজন মানেই আত্মার বন্দন’ এই শ্লোগান নির্ধারণ করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ