বিস্তারিত
  • প্যারিসে আবারো গুলিবিদ্ধ এক বাংলাদেশী


    রহমান খলিল প্যারিস, ফ্রান্স || 31 January, 2018, 12:25 AM || প্রবাস


    ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী সারসেলে আবারো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক বাংলাদেশীে। জীবিকার তাগিদে প্রতিদিনকার মত এদিনও ঘর থেকে বাহির হন মোহাম্মদ জাবের আহমদ, গতকাল সকাল ৮ ঘটিকার সময় একদল আফ্রিকান সন্ত্রাসী সারসেল ট্রেন স্টেশনে জাবের আহমদ কে অতর্কিত ভাবে গুলি করে পালিয়ে যায়, বুকে -পিঠে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় গনেশ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে । আহত জাবের মিয়ার গ্রামের বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলায়। এ নিয়ে সারসেল ট্রেন স্টেশনে দ্বিতীয় বারেরমত গুলিবিদ্ধ হলেন বাংলাদেশী। গত বছর মার্চ মাসে চোখে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ছাতক উপজেলার রুহুল আমিন নামের এক ভাই, এখনও তিনি চোখের সমস্যায় ভুগছেন । প্যারিসের বিভিন্ন এলাকায় বারবার বাংলাদেশীরা হামলার শিকার হওয়ায় কমিউনিটি তে ক্ষোভ বিরাজ করছে । ফ্রান্সে বাংলাদেশ হাইকমিশন কার্যকরী কোন প্রদক্ষেপ না নেওয়ায় তারা হাইকমিশনের পদত্যাগ দাবি করছেন ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ