বিস্তারিত
  • মেসির আরেকটি বিস্ময়কর ইতিহাস


    স্টাফ রিপোর্টার || 23 January, 2018, 4:25 PM || খেলাধুলা


    বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠা। বার্সেলোনার ‘সি’ দলে এক বছর, ‘বি’ দলে দুবছর খেলে ২০০৪ সালে মূল দলে অভিষেক। তারপর থেকেই ইতিহাস রচনা শুরু। অভিষেকের পর বার্সেলোনার জার্সিতে কতো ইতিহাস যে গড়েছেন লিওনেল মেসি নিজেও হয়তো সব মনে রাখতে পারেননি! বার্সেলোনা আর স্প্যানিশ ফুটবলের প্রায় সব রেকর্ডই মেসির দখলে। গতকাল আরেক ইতিহাস গড়লেন এই আর্জেন্টাইন জাদুকর।

    ২০০৪ সালে অভিষেকের পর প্রথম কয়েকটা বছর ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তরুণ মেসি। ২০০৪-০৫ মৌসুমে ৯ ম্যাচ খেলে গোল করেছিলেন ১টি। পরের মৌসুমে ২৫ ম্যাচে ৮ গোল। তারপরের দুই মৌসুমে যথাক্রমে গোল সংখ্যা ছিলো ৩৬ ম্যাচে ১৭ ও ৪০ ম্যাচে ১৬।

    ২০০৮-০৯ মৌসুমে ৫১ ম্যাচ খেলে গোল করেছিলেন ৩১টি। ওই মৌসুম থেকেই মেসির মেসি হয়ে উঠার শুরু। তারপর থেকে গোলের পর গোল করে ফুটবল বিশ্বকে বিস্মিত করেই যাচ্ছেন মেসি। রেকর্ডটা হলো এতেই। ২০০৮-০৯ মৌসুমের পর থেকে এবারের মৌসুম পর্যন্ত অর্থাৎ টানা দশ মৌসুমের প্রতিটিতেই ২৫টির বেশি গোল করেছেন এই তারকা। যা ইতিহাস। অতীতে স্পেনের শীর্ষ লিগের কোনো খেলোয়াড়ই এই রেকর্ড গড়তে পারেনি।

    গতকাল লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। এতে এবারের মৌসুমে ৩০ ম্যাচে ২৫ গোল হয়ে গেছে আর্জেন্টাইন অধিানয়কের।

    গত দশ মৌসুমে যথাক্রমে মেসির গোল সংখ্যা দেখে নেওয়া যেতে পারে। ২০০৯-১০ মৌসুমে ৫৩ ম্যাচে ৪৭ গোল, ২০১০-১১ মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩ গোল, ২০১১-১২ মৌসুমে ৬০ ম্যাচে ৭৩ গোল, ২০১২-১৩ মৌসুমে ৫০ ম্যাচে ৬০ গোল, ২০১৩-১৪ মৌসুমে ৪৬ ম্যাচে ৪১ গোল, ২০১৪-১৫ মৌসুমে ৫৭ ম্যাচে ৫৮ গোল, ২০১৫-১৬ মৌসুমে ৪৯ ম্যাচে ৪১ গোল, ২০১৬-১৭ মৌসুমে ৫২ ম্যাচে ৫৪ গোল।

    সব মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৬৪৫ ম্যাচ খেলে ৫৪৩ গোল করেছেন ফুটবল জগতের এই বিস্ময়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ