বিস্তারিত
  • মাশরাফী করোনায় আক্রান্ত


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 June, 2020, 4:31 PM || খেলাধুলা, জাতীয়


    বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন দেশের একাধিক নামি দামি ব্যক্তিরা। এবার মরণ ব্যাধি এই ভাইরাসে আক্রান্ত হলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

    বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই নিজ এলাকা নড়াইল-২ আসনের জনগণের পাশে ছিলেন তিনি। সম্প্রতি তার দেহে করোনার উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষায় পজিটিভ আসে। নড়াইলবাসীকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করতে নানামুখী ব্যবস্থা গ্রহণ করেন মাশরাফী। এমনকি করোনার চিকিৎসা সেবা দেয়ার জন্য বাড়ি বাড়ি ডাক্তারদের পাঠিয়ে চিকিৎসাও নিশ্চিত করেছেন তিনি। সবশেষ ( ২০ জুন) তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। আর সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। আর এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ