বিস্তারিত
  • করোনা আতঙ্কে বিশ্ববাসী মেসী’র বার্তা


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 March, 2020, 4:28 PM || জাতীয়


    মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ক্রীড়া আসরই একে একে স্থগিত হয়ে গেছে। কোন কোন ক্রীড়া দল হোম কোয়ারেন্টাইনে আছে আবার কেউ কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছে বার্সেলোনা পুরো দলসহ তারকা ফুটবলার লিওনেল মেসিও। করোনা আতঙ্কে বিশ্ববাসীকে বার্তা দিলেন মেসি।

    করোনা ভাইরাসের কারণে স্থগিত রয়েছে লা লিগা, ইউরোপা কাপসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ফুটবল ইভেন্টগুলো । হোম কোয়ারেন্টাইনে পরিবারের সাথে অলস সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সময় কাটছে মুভি দেখে, জিমে, পরিবারের সাথে কিংবা নিজের পোষা প্রাণীটির সাথে খেলাধূলা করে।

    এ সময়টাতে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি তার দুই ছেলেকে সাথে নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন,

    ‘সবার আগে স্বাস্থ্য ভালো রাখতে হবে। আমরা একটা খারাপ সময় পার করছি। আমাদের উচিত স্বাস্থ্য সংস্থা ও সরকারের দিক-নির্দেশনা মেনে চলা। তাদের নির্দেশনা মানার মাধ্যমেই আমরা ফলপ্রসু ভাবে এটাকে মোকাবেলা করতে পারব।’

    তিনি আরো লেখেন, ‘এখন সময় দায়িত্বশীল হওয়ার। বাড়িতে থাকতে হবে। পরিবারের সাথে সময়টা উপভোগ করুন। কারণ এমন অবসর আমরা পাই না। আশাকরি খুব শীঘ্রই এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং আমরা আবারও একে অপরের সাথে কোলাকুলি করতে পারব।’



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ