বিস্তারিত
  • বাবা-মায়ের বিচ্ছেদ সন্তানদের জন্য পীড়াদায়ক: ওয়ার্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 October, 2018, 6:19 PM || আন্তর্জাতিক


    বিশ্বনাথ বিডি ২৪ ::  বাবা-মা এর সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা সন্তানের জন্য বেদনাদায়ক বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক লিজেন্ড ক্রিকেটার শেন ওয়ার্ন। ‘নো স্পিন’ নামে লেখা আত্মজীবনীমূলক বই এর বিষয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন।
    ওয়ার্ন বলেছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়া সন্তানদের জন্য বেদনাদায়ক। তবে তারা (আমার সন্তান) মা ও আমার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছে। জীবনের উত্থান-পতন সত্ত্বেও শেষ পর্যন্ত দুর্দান্ত এক সম্পর্কের মধ্য দিয়েই যাচ্ছে সবকিছু। আমি সৌভাগ্যবান যে সন্তানদের সঙ্গে এখনও আমার ভালো সম্পর্ক আছে।
    নিজের পারিবারিক বিষয়ে ওয়ার্ন বলেছেন, আমার জীবনে দুটো সম্পর্কই ছিল যথার্থ। বিয়ের পরে সিমোনের সঙ্গে ১০ বছর সময় কাটিয়েছি। এছাড়া এলিজাবেথের সঙ্গেও বাগদান হয়েছিল। তবে দুঃখজনকভাবে শেষ পর্যন্ত ওই সম্পর্ক ওখানেই শেষ হয়েছিল। তবে এখনও আমরা ভালো বন্ধু।
    বইয়ের যথার্থতার বিষয়ে ওয়ার্ন বলেন, বইটিতে আমি নিষ্ঠুরভাবে সৎ থেকেছি।
    বিষ্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সেলিম মালিককে নিয়েও। তিনি বলেন, ‘সেলিম মালিক আমায় দু’লক্ষ মার্কিন ডলার ঘুষ দিতে চেয়েছিল (১৯৯৪-’৯৫ সিরিজ, করাচি টেস্ট)। বলেছিল যদি অফ স্টাম্পের বাইরে ওয়াইড করি, ম্যাচটা ড্র হয়, তা হলে আধ ঘণ্টার মধ্যে অর্থ আমার ঘরে পৌঁছে যাবে। আমায় ও যে প্রস্তাব দিয়েছিল তার সারমর্ম এটাই।’
    শুধু তাই নয়, ওয়ার্ন শ্রীলঙ্কায় এক জুয়াড়ি কীভাবে তাঁকে অর্থ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল সেই কথাও জানান। তিনি বলেন, ‘এক জুয়ার আড্ডায় আমি পাঁচ হাজার মার্কিন ডলার হেরে গিয়েছিলাম। তখন মার্ক ওয়ার এক বন্ধু বলল, এই নাও পাঁচ হাজার ডলার। আমি তাকে বললাম, না আমার চাই না।’
    ওয়ার্ন ক্রিকেট জীবন নিয়েও অনেক কথা বলেছেন বইয়ে। তাতে তাঁর সময়ের দুই সেরা ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন দু’জনের নাম—সচিন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা। তবে দু’জনের মধ্যে কোনও এক জনকে বাছতে বললে সেটা কঠিন কাজ তাঁর পক্ষে।
    তিনি বলেছেন ‘আমার সময়ের দুই সেরা ব্যাটসম্যান শচিন ও ব্রায়ান। টেস্ট সিরিজের শেষ দিন যদি কেউ সেঞ্চুরি করুক চাই, আমি লারাকে পাঠাব। আর যদি আমার জীবনের জন্য দিন রাত কাউকে ব্যাটিং করতে হয়, তা হলে পাঠাব টেন্ডুলকারকে।’



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ