বিস্তারিত
  • অনলাইনে নাগরিকদের নজরদারীতে রাখবে চীন


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2018, 11:47 AM || আন্তর্জাতিক


    পয়েন্টের মাধ্যমে চীনা নাগরিকদের সামাজিক অবস্থান ঠিক করে দেবে দেশটি।

    মে মাসের প্রথম দিন থেকে এই বিশেষ ব্যবস্থাটি চালু হচ্ছে। প্রতিটি নাগরিকের ওপর প্রযুক্তির মাধ্যমে নজরদারী করে সামাজিক পয়েন্ট দেয়া হবে। পয়েন্ট কমে গেলে বন্ধ করে দেয়া হবে সুযোগ সুবিধা, বাদ পড়তে পারে নাগরিক অধিকারও।

    সিসি ক্যামেরার ফুটেজ, কেনাকাটার রেকর্ড, পুলিশের রিপোর্ট, কর্মক্ষেত্রের পারফরমেন্স রিপোর্ট ও অন্যান্য তথ্য মিলিয়ে এই পয়েন্ট তৈরি করা হবে।

    যারা অপরাধ করবেন বা সন্দেহজনক জিনিসপত্র কিনবেন, কাজে ফাঁকি দেবেন বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাদের পয়েন্ট আপনা-আপনিই কমতে থাকবে। আপাতত বেশি পয়েন্ট কমে গেলে তাদেরকে এলাকা ত্যাগ করা থেকে বিরত রাখা হবে। পরে এই পেনাল্টি আরও বাড়তে পারে।

     পয়েন্ট দেখার জন্য পুলিশকে কষ্টও করতে হবে না, চীনা সরকার এর মধ্যেই গুগল গ্লাসের মতো অগমেন্টেড রিয়েলিটি গ্লাস নিয়ে কাজ করেছে। এর মাধ্যমে পুলিশ নাগরিকদের চেহারা শনাক্ত করে তার পয়েন্টগত অবস্থান দেখতে পারবে। চীনের এ ধরণের ব্যবস্থা ইতোমধ্যে অনআনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

    সম্প্রতি বেশ কিছু চীইনিজ নাগরিক দাবি করেছেন, তাদেরকে বাক স্বাধীনতার জন্য শাস্তি দেয়া হয়েছে। এরূপ ডিস্টোপিয়ান সমাজ বইয়ের পাতা থেকে বাস্তবে উঠে আসাকে বড় ধরণের শঙ্কার কারণ বলছেন বিশেষজ্ঞরা।

    দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ