বিস্তারিত
  • বিশ্বনাথে সহকারী শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা প্রদান


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 April, 2018, 6:37 PM || শিক্ষাঙ্গন


    সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ্ ফাত্তাহ বলেচেন, শিক্ষকরা সভ্যতার অভিভাবক। আলোকময় পৃথিবী গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। তাদের মধ্যে একজন জ্যোতি রাণী ভৌমিক। যিনি জীবনের দীর্ঘ ৩০টি বৎসর শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে সভ্যতার জন্ম দিয়েছেন। সমাজের মানুষ যোগ্য শিক্ষককে সম্মান দিতে জানে। শিক্ষকদের সম্মান জানালে সমাজ এগিয়ে যাবে। তিনি বলেন, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পিতা-মাতা, শিক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ রেখে পড়ালেখা করে যোগ্য নাগরিক হয়ে শিক্ষার্থীদেরকে গড়ে উঠতে হবে।
    তিনি বৃহস্পতিবার (৫এপ্রিল) দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোতি রাণী ভৌমিক’র বিদায় উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ফুল মিয়ার সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র মাজিদুল হক তায়েফ, মিনহাজ চৌধুরী ও রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী শিক্ষিকা জ্যোতি রাণী ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জমসেদুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদিও, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আব্দুস সামাদ আহসান, গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা পপি রাণী পাল ও মানপত্র পাঠ করেন প্রাক্তন ছাত্র মাস্টার রিপন চন্দ্র পাল এবং স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শায়েকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সেলিম আহমদ সেলিম, সিতার মিয়া, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষানুরাগী আলী হোসেন মোল্লা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেংরা জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি আব্দুল ওয়াহিদ, মুরব্বি বাবরু মিয়া, হাজী আছকর আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হেলাল চৌধুরী, রাজনীতিবিদ জাহেদুর রহমান, টেংরা বার্তার সম্পাদত শাহীন উদ্দীন, বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আল জাহান, অবসরপ্রাপ্ত শিক্ষক নাথ চন্দ্র হরি, শিক্ষক তৈমুছ আলী, আব্দুল কুদ্দুস, এডভোকেট রফিকুল হক জুনেদ, ইউকে বাংলা ডাইরেক্টর আবু বকর, জবান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালক ময়ুর উদ্দীন, সাবেক ছাত্র খালেদ আহমদ, ব্যবসায়ী চুনু মিয়া, কওছর মিয়া, জসিম উদ্দীন, আশফাকুর রহমান, আল রায়হান, মাহমুদ খান, মুরশেদুর রহমান, লিকন আহমদ, সুমন আহমদ, জুনেদ খান, আইয়ুব খান, শিপন আহমদ, লিপন আহমদ, মোনায়েম খান মুন্না, কামাল আহমদ, আরিফুর রহমান, ফুটবলার রিপন আহমদ, জুয়েল আহমদ রাজু, কামরুল আহমদ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ