বিস্তারিত
  • মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সুশিক্ষায় শিক্ষত হতে হবে : হাজী ফারুক অাহমদ


    বিশ্বনাথ বিডি ২৪ || 29 March, 2018, 1:35 PM || শিক্ষাঙ্গন


    সিলেট জেলা অাওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী ফারুক অাহমদ বলেছেন অাত্ন অবক্ষয় নৈতিকতার অধোগতি সহিংসতার বিস্তার চিরতরে রোধ করতে হলে ছাত্রছাত্রীদের মুক্তি যুদ্ধের চেতনা মননে-মগজে চিন্তায় চেতনায় লালন করে সুশিক্ষায় শিক্ষত হতে হবে। তিনি অারো বলেন শিক্ষকদের খেয়াল রাখতে হবে যাতে ছাত্রছাত্রীদের নৈতিকও অাত্নিক মূল্যবোধকে জাগিয়ে দেশ প্রেমিক জাতি গঠনে নিরলসভাবে কাজ করার।জনাব ফারুক অাহমদ তাকে স্বাধীনতা দিবসের অনুষ্টানে প্রধান অতিথি করায় প্রতিষ্টানে সংশিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন অামি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে অালোচনা করে বিদ্যালয়ে একটি ভবন নির্মানের চেষ্টা করবো।জনাব ফারুক অাহমদ বুধবার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নোয়াগাও সালেহা নুর চৌধুরী একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন ও স্বাধীনতা দিবস উপলক্ষে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
    প্রতিষ্টানের প্রতিষ্টাতা বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট জেলা বি,এন,পির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু এর সভাপতিত্বে ও শিক্ষক জনাব খালেদ অাহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ গবেষক প্রফেসর এম,এ,হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য সিতার মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক লায়েক অাহমদ জিকু, তরুন সংগঠক সমাজসেবী যুবনেতা মিনহাজ চৌধুরী, প্রধান শিক্ষিকা অাসমা মজুমদার, সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা জেনি, তাছলিম চৌধুরী প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ