বিস্তারিত
  • ইসহাক একাডেমীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং বীর মুক্তিযোদ্ধা স্মরণে আলোচনা সভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 March, 2018, 6:47 PM || শিক্ষাঙ্গন


    বিশ্বনাথের রামপুর গ্রামে অবস্থিত ইসহাক একাডেমীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বির আলী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত।

    একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুর রহমান মোজাহিদ এর সভাপতিত্বে ও ইসহাক একাডেমীর সহকারী শিক্ষক কাওসার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী জনাব সুমন হোসেন।

     

    সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ইসহাক একাডেমীর ভাইস প্রিন্সিপাল কারী রুহেল আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা জনাব সিরাজ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বির আলীর নাতী হেলাল কামরান, বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী হাজী আক্তার হোসেন, ইসহাক একাডেমীর প্রিন্সিপাল ইলিয়াছ আলী, সহকারী ভাইস প্রিন্সিপাল রুহেল আহমেদ, সহকারী শিক্ষক আনোয়ারুল হক, কাওসার আহমেদ, সাদ্দাম হোসেন, রৌশেন চৌধুরী, ডালিম কুমার দাস, দিলোয়ার হোসেন, জাকারিয়া আহমেদ, শি্ক্ষিকা ফারহানা বেগম, মুক্তা বেগম,  রিনা বেগম, তারিন বেগম প্রমুখ,

     

    সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধার আত্নার মাগফিরাত কামনা করেন, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ এবং লাল সবুজের পতাকা পেয়েছি, মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বির আলীর ভুমিকা জাতী কোনোদিন ভুলবেনা, শহীদ মোবাশ্বির আলী টগবগে একজন যুবক ছিলেন তৎকালিন ইপিআরে চাকুরি করতেন দেশকে ভালোবেসে চাকুরি ছেড়ে স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন, ঘরে স্ত্রী এবং দুটি সন্তান রেখে দেশের জন্য শহীদ হন পরবর্তীতে চিকিৎসার অভাবে পুত্র সন্তানটি মারা যায়, এমন দেশপ্রেমিক সাহসী মুক্তিযোদ্ধারা আজ বঞ্চিত তার একটি মাত্র মেয়ে এবং স্ত্রী ভিটে মাটি বিক্রি করে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বির আলী আমাদের রত্না গর্বা সন্তান তার স্মৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কামাল বাজার খাজাঞ্চি সড়কটির নামকরণ বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বির আলী সড়কের নাম করণ করার জন্য বক্তারা জোরদাবী জানান।

    ইসহাক একাডেমীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ মোবাশ্বির আলী কে মরনোত্তর স্মারক প্রদান করা হয় । স্মারকটি গ্রহণ করেন তার নাতী প্রবাসী হেলাল কামরান ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ