বিস্তারিত
  • বিশ্বনাথে প্রথম ডিজিটাল ক্যাম্পাস ইসহাক একাডেমী


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2018, 11:14 PM || শিক্ষাঙ্গন


    “ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, ডিজিটাল শিক্ষা সবার আগে” এই শ্লোগানকে সামনে রেখে নেটিজেন আইটির কারিগরি সহযোগিতায় ডিজিটাল ক্যাম্পাসে রুপান্তর করা হয়েছে ইসহাক একাডেমীকে। উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামে প্রতিষ্টিত এই বিদ্যালয়টি বিশ্বনাথের প্রথম জিজিটাল ক্যাম্পাস।

    ইসহাক একাডেমী শিক্ষার ডিজিটাল রূপান্তরের অংশ হিসাবে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করল। গত ১৫/০৩/২০১৮ তারিখে প্রতিষ্ঠানটির এক যুগপুর্তী অনুষ্ঠানে ডিজিটাল হাজিরার শুভ ‌উদ্ভোধনের মাধ্যমে সম্পূর্ণ  ডিজিটাল প্রতিষ্ঠানে রুপান্তর হলো।

    ডিজিটাল হাজিরাসহ স্টুডেন্ট এডমিশন, স্টুডেন্ট ও টিচার প্যানেল ও প্রোফাইল, স্টুডেন্ট ও টিচার এটেন্ডেন্স, কমিটি/গভর্নিং বড়ি, ক্লাস ও এক্সাম রুটিন, আইডি কার্ড, এডমিট কার্ড ও সিট প্ল্যান, অনলাইন নোটিশ একাডেমিক ক্যালেন্ডার, এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, স্টুডেন্ট একাউন্টস, পে স্লিপ ও পে রোল, জেনারেল একাউন্ট, উপস্থিত ও অনুপস্থিত এসএমএসসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে।

    ইসহাক একাডেমীকে ডিজিটাল ক্যাম্পাসে রুপান্তরিত হওয়ায় স্থানীয় এলাকাবাসি খুশি। তথ্যপ্রযুক্তির এই যুগে এ ধরনের ক্যাম্পাস হওয়া দরকার বলে সচেতন মহল মনে করেন। আগামী প্রজন্মের ছেলে-মেয়ে তাদের হাতে খড়ি থেকেই নিজেকে তৈরী করতে পারবে। বিদ্যালয়কে ডিজিটাল করা খুবই দরকার। সেই হিসেবে ইসহাক একাডেমীকে ডিজিটাল ক্যাম্পাস করা হয়েছে।ডিজিটালাইজেশনের এই যুগে প্রযুক্তিগত সহায়তা নিয়ে এসএমএসের মাধ্যমে  সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক প্রয়োজনীয় তথ্যাবলি তাৎক্ষনিকভাবেই জানতে পাররে।

    অলংকারী ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম রুহেল বলেন ডিজিটাল‍াইজেশনসহ শিক্ষার উন্নয়নে ইসহাক একাডেমী সবসময় কাজ করে যাচ্ছে। শুধু ইসহাক একাডেমী ডিজিটাল ক্যাম্পাস হলে হবে না। তথ্যপ্রযুক্তির এযুগে প্রত্যেক বিদ্যালয়কে ডিজিটাল ক্যাম্পাসে পরিণত হতে হবে। তিনি বলেন, ডিজিটাল ক্যাম্পাসের পাশাপাশি দক্ষ, অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার বিকল্প নেই। এক্ষেত্রে অভিভাবকদেরকে আরো বেশী সচেতন হতে হবে। নিয়মিত ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে হবে। তাদের প্রতি আলাদা নজর দিতে হবে। এক কথায় দক্ষ মানুষ গঠনে শিক্ষকের পাশাপাশি অভিভাবককে আরো এগিয়ে আসতে হবে।

    এ ব্যাপারে ইসহাক একাডেমীর পরিচালক মিজানুর রহমান মোজাহিদ বলেন, প্রযুক্তির সাথে সম্পৃক্ত শিশুই আগামি দিনের ভবিষ্যত। ইসহাক একাডেমি ডিজিটাল ক্যাম্পাসে রূপ নিল। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাপনা এখন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা দানে ইসহাক একাডেমী সর্বদা কাজ করে যাচ্ছে এবং আগামীতে এর ধারাবহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ