বিস্তারিত
  • হোটেলের বিছানা বালিশের রং সাদা হয় কেন?


    স্টাফ রিপোর্টার || 24 January, 2018, 2:52 PM || চিত্র-বিচিত্র


    বাড়ির বিছানায় আমরা সচরাচর সাদা রংয়ের চাদর এড়িয়ে চলি। অল্পতেই নোংরা হয়ে যায় বলে সাদা রংয়ের ব্যবহার নেই বললেই চলে। তবে কোন আবাসিক হোটেলের বিছানার চাদর, বালিশ, তোয়ালে সব কিছুই হয় সাদা। ভেবে দেখেছেন কি কেন হয় এমনটা?

    হোটেলের রুমে সাদা চাদর, বালিশ ও তোয়ালের ব্যবহার নব্বইয়ের দশক থেকে শুরু হলেও আমাদের দেশে এটিকে জনপ্রিয় করে তোলে হোটেল ওয়েস্টিন ও শেরাটন। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বেই হোটেলগুলোতে সাদা রংয়ের আধিপত্য।

    সাদা রং ব্যবহারের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন- সাদা চাদর ও বিছানা দেখে অতিথিরা মনে করবেন রুম সদ্য পরিষ্কার করা হয়েছে। আর এতে অতিথিদের মনে স্বস্তির পাশাপাশি চোখও আরাম পাবে। সাদা রং ইতিবাচকতা প্রকাশ করে বলে অতিথির মনেও পরিচ্ছন্নতা কাজ করে। সাদা রং আলোর প্রতিফলন ঘটায় বলে রুমটি উজ্জ্বল ও বড় দেখায়।

    পাশাপাশি সাদা বিলাসিতার রঙ বলে আভিজাত্যের প্রকাশ বলেও মনে করা হয়। সাদা রঙের আরেকটা সুবিধা হচ্ছে, সব কাপড় এক সাথে ধোঁয়া যায়, ভিন্ন ভিন্ন রংয়ের হলে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাদা রংয়েই সেঁজে ওঠে হোটেলের কামরাগুলো।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ