বিস্তারিত
  • বিশ্বনাথে ভোগশাইল গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিল কাল


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 February, 2025, 8:32 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে কাল বুধবার ভোগশাইল গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল কাল বুধবার শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন।
    প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা ড.আহমদ হাসান চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন হযরত মাওলানা মুফতি সিরাজুল হক, হযরত মাওলানা জামাল উদ্দিন আল কাদেরী।
    এছাড়া ওয়াজ মাহফিলে দেশ বরণ্যে উলামায়ে ক্বেরাম বয়ান করবেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ