বিস্তারিত
  • বিশ্বনাথ প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 January, 2020, 2:28 PM || বিশ্বনাথ, মিডিয়া


    বিশ্বনাথ বিডি ২৪:-সিলেটের বিশ্বনাথে আজ বুধবার (১লা জানুয়ারী) বিশ্বনাথ প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
    প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য জামাল মিয়া।
    এসময় উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, ক্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, ইউপি সদস্য জহুর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, শহিদুর রহমান, নুর উদ্দিন, আবুল কাশেম। যুবলীগ নেতা ফজলুর রহমান, ফয়জুল ইসলাম জয়, সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সাইদুল ইসলাম, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক মো. ফজল খান, ব্যবসায়ী রিপন আলী, শামীম আহমদ, আল-আমিন, বাদল বৈদ্য, সভায় বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আ স ম মনসুরুল হক, যুগ্ম-সম্পাদক বাবুল আখতার ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কেককেটে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বছর পালনের জন্য ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন সরকার। আর মুজিব বর্ষকে ‘সেবা বর্ষ’ হিসেবে দেশের মানুষকে নতুন ভাবে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে পুলিশ। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ দেশকে এগিয়ে নিতে ও দেশকে ভালো ভাবে পরিচালিত করতে অনেক বেশি জোরালো ভূমিকা রাখে। সমাজে ভালো কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকরা গাইড হিসেবে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর তাই আমরা সাংবাদিক ও পুলিশ যৌথভাবে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ