বিস্তারিত
  • বিশ্বনাথে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 July, 2018, 3:06 PM || Uncategorized


    বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেছেন, সুশিক্ষা অর্জন করে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে উঠতে হবে। নিজের জন্য এবং দেশের জন্য শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই। এক সময় আমাদেরকে সহযোগিতা কিংবা উৎসাহ দেয়ার মত কোন সংস্থা, ট্রাস্ট পাশে দাঁড়ায়নি এখন কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টসহ অনেকেই শিক্ষার প্রসারে এগিয়ে আসছেন। ফলে দিন দিন আমাদের শিক্ষা এগিয়ে যাচ্ছে।
    তিনি বলেন, শিক্ষাকে আরো এগিয়ে নিতে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলকে আরো এগিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আজ মঙ্গলবার (৩জুলাই) বিশ্বনাথ ডিগ্রী কলেজ হলরুমে সুরভির ব্যবস্থাপনায় ও বিশ্বনাথ ডিগ্রী কলেজের উদ্যোগে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


    বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হক এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদৎ হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তাপসী চক্রবর্তী, সহকারী অধ্যাপক মো. আব্দুল সহিদ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আসমা বেগম ও মো. নাঈম আহমদ।
    অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, মো. মানিক মিয়া, রুষীত কান্তি দাস, রোকেয়া বেগম, বনানী চক্রবর্তী, মো. গোলাম মোস্তফা, মো. শরীফউদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়, সুহাদ উজ্জামান চৌধুরী, উম্মে শেফা, শিপা চক্রবর্তী, লিটন রঞ্জন দে, শায়েক আল-শাহাব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আছমা বেগম, রেহেনা আক্তার পপি, রুমা আক্তার, মো. নাঈম আহমদ, মোছা. রুবি বেগম প্রমুখ।


    অনুষ্টানের পূর্বে প্রধান অতিথিকে অভ্যর্থনা দেন কলেজের রোভার স্কাউট দল। এসময় কলেজের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    অনুষ্টানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক রোকনুজ্জামান ও গীতা পাঠ করেন প্রভাষক অঞ্জু আচার্য্য। অনুষ্টান শেষে বিশ্বনাথ ডিগ্রী কলেজের বৃত্তি প্রাপ্ত ৫ শিক্ষার্থীর হাতে চেক তুলে দেন অতিথিবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ