বিস্তারিত
  • লার্ণিং পয়েন্ট ক্যাম্পাসে ৩১ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 10 February, 2018, 1:35 PM || Uncategorized


    ১০ ফেব্রুয়ারী শনিবার উপজেলা সদরের আল-হেরা শপিং সিটি ৩য় তলায় লার্ণিং পয়েন্ট ক্যাম্পাসে আই.এল.টি.এস লাইফ স্কিলস ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে।
    অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিকলী শহরের কাউন্সিলার, বিশ্বনাথেল কৃতি সন্তান, সমাজসেবক মো. নেছার আলী।
    লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান এবং বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রাক্তন প্রভাষক মো. মঈন উদ্দিন এর সভাপতিত্বে ও লার্ণিং পয়েন্টের শিক্ষক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লার্ণিং পয়েন্টের শিক্ষক আব্দুল আলীম সুহেল।


    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ বিডি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, লার্ণিং পয়েন্টের শিক্ষক মোহাম্মদ ছালিক মিয়া, রোজিনা বেগম, এডমিশন অফিসার বেলায়েত হোসেন বেলাল, প্রাক্তণ মডারেটর সুমন ইসলাম, প্রাক্তণ এডমিশন অফিসার দিলোয়ার হোসেন শিপলু। লাইফ স্কীল পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ