বিস্তারিত
  • সিলেট টু লন্ডন ফ্লাইট ও চারলেন নিয়ে যা বললেন এমপি এহিয়া…


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 April, 2018, 7:30 PM || সিলেট


    বেসরকারী টিভি চ্যানেল ২৪ এর আপনি কি আমার এমপিতে অংশ নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিলেট-২  আসনের বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, আমি যে দল করি আমরা উন্নয়ন ঐক্য ও সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করি। ৯০ পরবর্তী সময়ে সিলেট-২ আসনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপি ছিলো। সব এমপির সময় এলাকায় কিছু না কিছু উন্নয়ন হয়েছে। আমি বেশীদুর যেতে চাইনা ২০০১-২০০৫ সালে আমার এলাকায় নিরাপত্তা ও সহবস্থানের রাজনীতি ছিলনা। ঠিক সেই অবস্থা ২০০৮-২০১৩ তেও ছিল।

    ইয়াহইয়া চৌধুরী বলেন, আমি দেশের রাজনৈতিক অস্থিরতায় এলাকায় নিরাপত্তা প্রদানে চেষ্টা করেছি। আমার এলাকায় আমার সাথে মঞ্চে যেমন আওয়ামী লীগ-বিএনপির নেতারা ছিলেন, তেমনি অন্যান্য দলের নেতৃবৃন্দও ছিলেন। তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর পৌরসভা ও ঢাকা-সিলেট চারলেন ও ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর নিয়েও কথা বলেন।

    তিনি বলেন, সবচেয়ে বেশী প্রবাসী আমার নির্বাচনী এলাকায়, বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রবাসীরা লন্ডন থেকে সিলেট আসতে ৯ ঘন্টা লাগে, আর যেতে লাগে ২৪ ঘন্টা। আমি বিমানবন্দরের উন্নয়নে ভুমিকা রেখেছি। সিলেট বিমানবন্দরের এক্সটেনশন কাজের টেন্ডারের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। এ কাজের পরেই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালু হবে।

    তিনি বলেন, বিশ্বনাথ পৌরসভার গেজেট পাস হয়েছে অচিরেই তা বাস্তবায়িত হবে। ওসমানীনগরে ৫২ কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল নির্মাণের জন্য সয়েল টেস্টের কাজ সম্পন্ন হয়েছে। এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন, কিছু রাস্তাঘাট ইলিয়াস আলী এমপি থাকা অবস্থায় করা, সেজন্যই কি সেগুলো এখন আর করা সংস্কার হচ্ছে না?  এমন প্রশ্নের জবাবে ইয়াহইয়া চৌধুরী বলেন, আমি নির্বাচিত হওয়ার পর আমার প্রথম রিপিয়ারিং বাজেট ছিলো ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে সাবেক এমপির বাড়ীর পাশ দিয়ে যাওয়া রাস্তা রিপিয়ারিং করে দিয়েছি। তবে তিনি অন্য রাস্তাগুলোর ব্যাপারে প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, আমি সুষম উন্নয়নে বিশ্বাসী। ঢাকা-সিলেট চারলেন হলে আমার নির্বাচনী এলাকায় তিনটি ফ্লাইওভার হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ