বিস্তারিত
  • ক্রিকেট থেকে বিদায় নিলেন বিশ্বনাথের আলমগীর


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 February, 2018, 9:12 PM || খেলাধুলা


    দীর্ঘ ১৫ বছর ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন আলমগীর হোসেন। খেলার মাঠে সব সময় নিজেকে মেলে ধরে ছিলেন। খেলার মধ্য দিয়ে আলমগীর অনেক সম্মান অর্জন করেছেন, পরিচিতি লাভ করেছেন।
    খেলার মাঠের আলমগীর ৮ ফেব্রুয়ারী জানাইয়া মাঠে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত মহান বিজয় দিবস নক আউট ক্রিকেট টুনামের্ন্ট থেকে ক্রিকেট খেলা থেকে বিদায় জানালেন। আলমগীরের এমন খবরে বিশ্বনাথের ক্রীড়াঙ্গন কোনভাবে মেনে নিতে পারছেনা।
    আলমগীর হোসেনের উপর ভর করে অনেক বিজয় এসেছে। যে জয়ের কথা আজোও স্মরণ করে ক্রিকেটপ্রেমী মানুষ।
    আলমগীর হোসেন শুধু ক্রিকেট নয় ছোট বেলা থেকে ফুটবল, ক্রিকেট, বলিভল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আলমগীর হোসেন বিশ্বনাথ সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের হাজী রওশন আহমদের পুত্র।
    এব্যাপারে আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলাম। ক্রিকেট খেলা থেকে ৮ ফেব্রুয়ারী বিদায় নিলাম। তবে ফুটবল খেলায় আরো কিছু দিন থাকতে চাই।
    তিনি বলেন, বর্তমান প্রজন্ম ক্রিকেট খেলায় আরো এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বর্তমান প্রজন্মের সবাইকে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ