বিস্তারিত
  • নাজিরবাজারে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন : খেলাধুলা করলে হবে না পাশাপাশি লেখাপড়া করতে হবে : আনোয়ারুজামান


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 February, 2018, 8:30 PM || খেলাধুলা


    বিশ্বনাথে উইনার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম ইব্রাহিম আলী ও হাজী সাজিদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল সম্পূর্ণ। শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) নাজির বাজারের পশ্চিমের মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আমার ফ্রিজ স্পোর্টিং ক্লাব সাধুগ্রাম বনাম টিএফসি তাতিকোনা বিশ্বনাথের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শুরু থেকে দুই দলের মধ্যে টানটান উত্তেজনা ছিল,কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল ফলাফল করতে না পারায় ট্রাইবেকারের গড়ায়। ট্রাইবেকারে ১-০ গোলে জয় পায় আমার ফ্রিজ স্পোর্টিং ক্লাব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আমার ফ্রিজ স্পোর্টিং ক্লাবের গোল রক্ষক রুহুল।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -২ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।উক্ত টুর্ণামেন্টে আতাউর রহমানের সভাপতিত্বে, আনোয়ার হোসেন ও মশাহিদ আলীর ধারাবিবরণীতে টুর্ণামেন্ট প্রধান অতিথি রাখেন আনোয়ারুজ্জাম চৌ: বক্তব্যে বলেন খেলাধুলা মানুষের মন ভালো রাখে, শুধু খেলাধুলা করলে হবে না পাশাপাশি লেখাপড়া করতে হবে। খেলাধুলা থেকে অনেক কিছু আমাদের শিখার আছে।

     

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মনির আহমদ,সভাপতি বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র।এছাড়া বিশেষ বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া,মিজানুর রহমান সেলিম, আরম আহসান উদ্দিন টুটুল, সাবেক সভাপতি কুমিল্লা জেলা ছাত্রলীগ।

    খেলা পরিচালনা করেন হাসানুজ্জামান মিলন,কাওছার আহমদ,শামীম আহমদ।খেলায় প্রথম পুরুষ্কার হিসাবে ছিল একটি নতুন ফ্রিজ দাতা:শামসুদুর রহমান রাহিন,যুক্তরাজ্য প্রবাসী, ২য় পুরুষ্কার একটি নতুন বাইসাইকেল দাতা: সাইফুর রহমান সমরু। খেলা শেষে অতিথিবৃন্দরা পুরুষ্কার তুলে দেন বিজয়ী দল ও রানার্স আপ দলের মধ্যে।

    এসময় উপস্থিত ছিলেন, মোনা চৌ: মহিলা নেত্রী সুইডেন প্রবাসী, নাজির আহমদ জুনেল,যুক্তরাজ্য কেন্ট যুবলীগ সভাপতি, সিলেট যুবলীগ নেতা বিপ্লব দাস, মুহিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগ, সাইফুল ইসলাম রানা, সাউথ লন্ডন যুবলীগ সা:সম্পাদক, সিতার মিয়া ,সদস্য বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা, যুবলীগ নেতা আমির আলী,ফজুলর রহমান,ফয়জুল ইসলাম জয়, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ,ওসমানী নগর ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, উজ্জল আহমদ।নেছার মিয়া,রুমেল মিয়া, প্রবেল আহমদ,রাহিন আহমদ,রাজন মিয়া, নাজমুল ,খালেদহাসান,জিবান,নিজাম,মিজান,অলি,বাবলু,ফরহাদ, আফজল সহ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ