বিস্তারিত
  • বিশ্বনাথের মানুষ মাগুরা আর বগুড়া চায়না: ইয়াহইয়া চৌধুরী এমপি


    স্টাফ রিপোর্টার || 21 January, 2018, 5:02 PM || রাজনীতি


    বিশ্বনাথ বিডি ২৪ :: বিশ্বনাথে ২১ জানুয়ারি রবিবার ২৩ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার আঙ্গুরা ও সুড়ির খাল পুণ:খনন কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খাল খননের উদ্বোধন করেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। খাল খনন করায় দক্ষিণ বিশ্বনাথের ২০ গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। উপকারভোগী গ্রামগুলো হচ্ছে বিশ্বনাথ সদর ইউনিয়নের রাজ মোহাম্মদপুর, হিমিদপুর, ইলিমপুর, সাধুগ্রাম, তাতিকোনা, মাওনপুর, ধর্মদা, পূর্ব শ্বাসরাম, কারিকোনা, দন্ডপানিপুর, পশ্চিম শ্বাসরাম, সরুয়ালা, ননকীপাড়া, ভোগশাইল, বেখারগাঁও, সেনারগাঁও, বৈদ্যকাপন, উজানমসলা, সুড়িরখাল, পশ্চিম মন্ডলকাপন। বিশেষ করে খাল খনন করার উপকার পাবেন কৃষকেরা। কৃষকেরা খাল খননে মহাখুশি। তাদের চোঁখে আনন্দের অশ্রু ঝড়ছে। তারা সারা বছর খাল থেকে দেশীয় সু-স্বাদু মাছ ও ধানের ফলন করতে পারবে এমন খুশিতে তারা আতœহারা। অবশেষে রবিবার সকালে আঙ্গুরা ও সুড়িল খালের উদ্বোধন করা হল। আঙ্গুরা খাল সমবায় সমিতির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান খাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
    আঙ্গুরা খাল সমবায় সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তাঁর বক্তব্যে বলেছেন, ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলী ফিরে আসুক এটা আমরাও চাই। তিনি ফিরে আসবেন আমাদের দোয়ায়, ভোটে নয়। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করলে ইলিয়াস আলী ফিরে আসবেন এমন কথা দিয়ে মানুষকে ডোকা দেয়া ছাড়া আর কিছু নয়।
    তিনি বলেন, বিশ্বনাথের মানুষ মাগুরা কিংবা বগুড়ার মানুষ চায়না। বিশ্বনাথবাসি চায় বিশ্বনাথের মানুষ। যারা সিলেটি ভাষায় কথা বলবে সিলেটের মাটি ও ধুলোয় বড় হয়েছে এমন মানুষের আলাদা টানই থাকবে তার জন্মমাটির জন্য। এক্ষেত্রে অন্য জায়গার মানুষ এখানে এসে নির্বাচন করবে তাকে মানুষ নির্বাচিত করবে এটা কেমন করে হবে।
    তিনি আরো বলেন, বিগত দিনের চেয়ে এই আসনে সবচেয়ে বেশী উন্নয়ন করেছি। আরো উন্নয়ন করার চেষ্ঠা অব্যাহত রেখেছি। আগামী নির্বাচনে অই অঞ্চলের মানুষ উন্নয়নের কথা বিবেচনা করলে ইনশাআল্লাহ আমাকে আবারো নির্বাচিত করে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।


    উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল-রাজি চৌধুরী।
    তাঁর বক্তব্যে বলেছেন, সবার সহযোগিতায় আঙ্গুরা ও সুড়ির খাল খনন দৃশ্যমান। আগামী নির্বাচনেও লাঙ্গল প্রতিক নিয়ে অই আসনে নির্বাচন করবেন ইয়াহইয়া চৌধুরী এহিয়া। পুন:রায় ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আগামী নির্বাচনে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবার প্রতি তিনি আহবান জানান।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম,বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক হাজি মো. সিতাব আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক মেম্বার নূর মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার জহুর আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, জাতীয় পার্টি নেতা জয়নাল মিয়া, তাজউদ্দিন বাবুল।


    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হারিছ আলী, ইউ/পি সদস্য করিমা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক এ.কে.এম. দুলাল, আব্দুল হান্নান, মনোহর আলী, সুমন আহমদ সুনন, নাজিম চৌধুরী, নাছিরউদ্দিন মেম্বার, জাপা নেতা নূরুল হক লেচু মোল্লা, যুবলীগ নেতা এম.এ. আহাদ, যুবদল নেতা নানু মিয়া, সেচ্ছাসেবক পাটির সভাপতি আব্দুল মতিন, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন, ক্রীড়া সম্পাদক দুলাল আহমদ, আনসার কমান্ডার আরশ আলী, তরুণ পার্টি নেতা সুহেল তাজ, ব্যবসায়ী রহিমউদ্দিন, হেলালউদ্দিন, সমাজসেবক হুশিয়ার আলী, আনোয়ার হোসেন, মকন মিয়া, হাজি তেরাব আলী, হারিছ আলী, আব্দুল হামিদ মানিক, প্রবাসী আব্দুর রুপ, মজম্মিল আলী, আব্দুল মছব্বির, আব্দুন নূর, হাজি হুশিয়ার, সমাজকর্মী দিলবর আলী, সফিক আলী, তজম্মুল আলী, আব্দুল মানিক, ফারুক মিয়া, খলিলুর রহমান প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ