বিস্তারিত
  • নতুন করে ভারতের স্বাধীনতার ইতিহাস লেখার প্রস্তাবে মোদীর সম্মতি


    স্টাফ রিপোর্টার || 23 January, 2018, 4:19 PM || আন্তর্জাতিক


    নতুন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার দাবিকে সম্মতি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু৷

    সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতাজির প্রপৌত্র বলেন, ‘‘ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার নেতাজির অন্তর্ধান সম্পর্কে সত্য খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে৷ আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস নথিভুক্ত ও প্রকাশিত করা হোক৷ প্রধানমন্ত্রী মোদী ইতিহাস পুনর্লিখনের দাবি গ্রহণ করেছেন৷’’

    নেতাজির জন্মদিন উপলক্ষে একটি পদযাত্রায় অংশ নেন তিনি৷ সেখানে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি৷ এছাড়াও টুইটারেও নিজের মতামত প্রকাশ করেন তিনি৷ লেখেন, “কেন্দ্রের এনডিএ সরকার যদি নেতাজির জন্মদিবসকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণা করলে গোটা দেশের মানুষ আনন্দিত হবে৷’’

    নেতাজির জন্মদিবসকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে হত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি খোলা চিঠি পাঠান চন্দ্রবাবু৷ মোদীকে দেওয়া ওই চিঠি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নতুন করে শুরু হয় নেতাজিকে নিয়ে চর্চা৷ নেতাজির জন্মদিবসে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে মর্যাদা দেওয়ার দাবি পাশাপাশি নতুন করে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার দাবিও জানানো হয়৷



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ