বিস্তারিত
  • ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’ ঘোষণা করলেন ট্রাম্প


    স্টাফ রিপোর্টার || 19 January, 2018, 11:08 PM || আন্তর্জাতিক


    প্রথম সারির কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমকে ‘অসৎ ও ভুয়া সংবাদমাধ্যম’ হিসেবে আখ্যায়িত করে ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড ২০১৭’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ১৭ জানুয়ারি বুধবার ট্রাম্প তার নিজের টুইটার অ্যাকাউন্টে ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’ পাওয়া সংবাদমাধ্যমগুলোর নাম ঘোষণা করেন।

    এর আগে ৩ জানুয়ারি কথিত ভুয়া সংবাদমাধ্যমগুলোকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সেই ঘোষণা অনুযায়ী বুধবার রাতে তিনি বিজয়ীদের নাম ঘোষণা করলেন।

    নিজ দল রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে ১১ বিজয়ীর একটি তালিকাও দিয়েছেন ট্রাম্প। টুইটে দিয়েছেন সেই তালিকা সংবলিত ওয়েবসাইটের লিংকও।

    ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড ২০১৭’ পাওয়া সংবাদমাধ্যমগুলোর তালিকার শীর্ষে আছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। তালিকার দ্বিতীয় স্থানে আছে এবিসি নিউজ। আর তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ও নবম স্থানে রয়েছে সিএনএনের নাম। তালিকায় চতুর্থ স্থানে টাইম ম্যাগাজিন, পঞ্চম ওয়াশিংটন পোস্ট ও অষ্টম স্থানে আছে নিউজ উইকের নাম।

    ট্রাম্পের এই ফেক নিউজ অ্যাওয়ার্ডের সমালোচনা করেছেন রাজনীতিক, সাংবাদিকসহ নানা মহলের মানুষ। তাদের মতে ট্রাম্পের এমন কাজ ‘আতঙ্কজনক’ ও ‘ঘৃণ্য’।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ