বিস্তারিত
  • বিশ্বকাপ ফুটবল প্রেমীদের “পতাকা” দেখে মাতৃভূমি কাঁদছে…


    বিশ্বনাথ বিডি ২৪ || 29 May, 2018, 9:36 PM || মুক্তমত


    রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে বিদেশী পতাকা অননুমোদিতভাবে উড়ানো বন্ধের নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হবে। মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন নামে এক ব্যাক্তি এ রিট করেন।

    আমরা তাঁর দেশ প্রেম দেখে অভিনন্দন ও স্যালুট জানাই। কিছু বিষয় দেখে দুঃখ লাগে। আমরা কোথায় আছি, আমাদের মন মানসিকতা দেখে আমাদের প্রাণ প্রিয় স্বাধীনতা আজ গুমরে গুমরে কাঁদছে….. “চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদ” এর উপর ব্রাজিলের পতাকা। একজন বীর মুক্তিযুদ্ধা হাইকোর্টে রিট করেছেন, অন্যদিকে মুক্তিযুদ্ধা সংসদে উড়ছে বিশ্বকাপ ফুটবল সমর্থক দের বিদেশী পতাকা! ভাবতে অবাক লাগে!! বহু রুপি এই সোনার বাংলাদেশর মানুষ…..।

    এই বিদেশী দের পতাকা উড়ানোর জন্য কী নয় মাস যুদ্ধ করেছিলেন? বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে সেই কৃষক আমজাদ জমি বিক্রি করে এবার বানিয়েছেন সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা জার্মানীর পতাকা! অন্যদিকে আর্জেন্টিনার ৮০০ ফুট পতাকা! ব্রাজিলের ১০০০ ফুট পতাকা! এভাবে হাজার হাজার সমর্থক তৈরী করে রেখেছেন বিদেশীদের জাতিয় পতাকা।

     

     

    কিন্তু কেন? অথচ নিজের দেশ, মাতৃভূমির জন্য- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস ও জাতিয় ক্রিকেট দল যখন বিদেশীদের সাথে খেলার জন্য লড়াই করেন তখন লাল সবুজের ১ ফুট লম্বা বাংলাদেশের জাতীয় পতাকা জুটে না। আমাদের মধ্যে কী দেশ প্রেম আছে? হ্যা! আমরা খেলাধুলা ভালবাসি। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল খেলা। আমাদের ফেভারিট দল কে সাপোর্ট করবো, বিজয়ের আনন্দ উল্লাস করবো, ভালো কথা- তাই বলে জীবন বিসর্জন দিতে হবে? যাদের জন্য এতো আয়োজন, জীবন বিসর্জন দিচ্ছ, হাজার হাজার টাকা খরচ করেছো, প্রতিপক্ষের সমর্থিত লোকের সাথে কথা কাটাকাটি করে মারামারি করছো- যাদের জন্য এতো কিছু করছো, তারা কী তোমাকে চিনে/ জানে? নাকি বলতে পারবে তুমি কোন দেশের নাগরিক? আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকা ও গণমাধ্যমে প্রচার হয়েছে, বিভিন্ন দলের সমর্থিত দেশের পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে, গাছ থেকে, বৈদ্যুতিক তারে লেগে অনেকে আহত/ নিহত হয়েছেন। কাদের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন? কেন আত্ম ত্যাগ করছেন? দীর্ঘ ৪ বছর পর বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপভোগ্য করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে পৃথিবীর মানুষ।

    প্রত্যেকে কোন না কোন দেশের খেলোয়াড়দের সমর্থন করেন। আপনি/আমি ব্রাজিল, আর্জেন্টিনার, ইংল্যান্ড, স্পেন বা অন্যান্য দেশে খেলোয়াড়দের সাপোর্টার্স হতেই পারি, উচিত ছিল আগে নিজের দেশের পতাকা লাগানো। দেশের প্রতি সম্মান দেখানোর জন্য নিজে দেশের পতাকার পাশাপাশি সমর্থিত দেশের পতাকা। এবং পতাকা- পতাকার মতো থাকবে। ১০০০ ফুট/ ৫০০ ফুট পতাকার কী প্রয়োজন? আপনি কী রেকর্ড করতে যাচ্ছেন? অপচয় করবেন না, তোমার এই খাতের অতিরিক্ত টাকা দেশের গরীব দুঃখি মানুষকে সাহায্য করুন। মনে রাখবেন- সবার আগে নিজের মাতৃভূমিকে ভালবাসুন। নিজের দেশকে ভালবাসুন, নিজের দেশের মানুষকে ভালবাসুন।

    লেখক- মো. ফজল খান, সাংবাদিক ও আহবায়ক- বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ