বিস্তারিত
  • দেওকলস দ্বিপাক্ষিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 March, 2018, 7:28 PM || শিক্ষাঙ্গন


    বিশ্বনাথ উপজেলার ‘দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র ৪০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
    তিনি বলেন, একজন মানুষকে প্রকৃত মানুষে রুপান্তরিত করেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক সুশিক্ষা গ্রহন না করলে কারও জীবনে কোন উন্নতি আসে না। শিক্ষার্থীদেরকে সকল প্রকারের অপরাধ প্রবনতা থেকে দূরে থেকে সুশিক্ষা গ্রহন করে সুনাগরিক হয়ে উঠতে হবে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। সরকারের পাশাপাশি আমদের সবাইকে নিজ নিজ অবস্থন থেকে বিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
    প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফখরুল আহমদ মতছিনের সভাপতিত্বে ও শিক্ষক বিল্লাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, সৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জামাল আহমদ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য সুন্দর আলী, সিরাজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইমাদ উদ্দিন, মানপত্রপাঠ করেন সুমাইয়া বেগম রুমী ও স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল মুকিদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ