বিস্তারিত
  • রামসুন্দর হাই স্কুলের ১১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ


    স্টাফ রিপোর্টার || 25 January, 2018, 6:51 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেটের বিশ্বনাথে শতবছরের প্রাচীন বিদ্যাপীঠ ‘রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের’ ১১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খান ও সহকারী শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, প্রবাসী আবদুল খালিক কালাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ ও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম কছির, সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ে শিক্ষার্থী হাফিজ রিয়াজ হোসেন নিরব, গীতা পাঠ করেন প্রথমা ভৌমিক অথৈ ও প্রাক্তন শিক্ষার্থী পলি রাণী দেব’কে সাথে নিয়ে জাতীয় সঙ্গিত পরিবেশনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ