বিস্তারিত
  • না ফেরার দেশে চলে গেলে আবদুল মুকিদ স্যার


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 August, 2018, 7:49 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :: রোববার দুপুর ২টার দিকে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আবদুল মুকিদ স্যার। তার মৃত্যু বিশ্বনাথ উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সজ্জন-সদালাপি এব্যক্তির হঠাৎ করে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার শিক্ষার্থী, সহকর্মী, আতœীয়-স্বজনদের কেউই। লালাবাজারস্থ এক আতœীয়ের বাড়িতে হঠাৎ করে অসুস্থ হন আবদুল মুকিদ স্যার। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, স্ত্রী, অসংখ্য আতœীয়-স্বজন, শিক্ষার্থী রেখে গেছেন।

    রোববার রাত ৯টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে অনুষ্ঠিত মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আবদুল মুকিদ স্যারের মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ শেষ বারের মতো তাকে দেখার জন্য ছুটে যান তার গ্রামের বাড়িতে। বরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

    শোক প্রকাশকারীরা হলেন- স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী চেয়ারম্যান, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকে মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, জাকির হোসেন কয়েছ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

    শোকপ্রকাশকারী অন্যান্যর হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ফখরুল ইসলাম মতছিন, হাজী মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক জহরুল হোসেন জহির, সহ দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাজী মজম্মিল আলী, এস এম নুনু মিয়া, মখদ্দুছ আলী, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, এনামুল হক মেম্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, সহ সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন নাঈম, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ