বিস্তারিত
  • বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 June, 2018, 9:57 PM || বিশ্বনাথ, রাজনীতি


    জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি উন্নয়নে বিশ্বাসী বলেই পল্লীবন্ধু এরশাদের আমলকে বলা হয় বাংলাদেশের স্বর্ণযুগ। তাই আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে পল্লীবন্ধু এরশাদের সেই স্বর্ণযুগকে ফিরিয়ে আনতে হবে। তরুণ নেতৃত্ব ইয়াহইয়া চৌধুরীর মাধ্যমে সিলেট-২ আসনের জনসাধারণ নিজেদের কাঙ্খিত সেবা পেছেন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    তিনি শুক্রবার (৮জুন) বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি, অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আজ যারা রাজনীতিতে দেওলিয়া হয়েছে গেছে তারাই সিলেট-২ আসনের মানুষের হৃদয় থেকে জাতীয় পার্টিকে মুছে দিতে চায়। জোট আর মহাজোট যাই হউক না কেন জাতীয় পার্টির সাথে হিসাব-নিকাশ করেই ক্ষমতায় যেতে হবে। ইনশাহ আল্লাহ আগামী নির্বাচনে এই আসনে লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো। এক্ষেত্রে সর্বদা সকলের সার্বিক সহযোগীতা কামনা করি। তিনি আরো বলেন, সিলেটের মানুষ সহনশীল। তাই আমরা একদল অপর দলকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি করতে চাই না। আমি বিশ্বাস করি জীবন-মৃত্যুর মালিক মহান আল্লাহ। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আমার পূর্ণ আস্থা আছে।
    উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক পার্টি নেতা এস এম শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমূদ, মহানগর জাতীয় পার্টির সদস্য সৈয়দ আহমদ আলী, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম।
    বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা নাজিম চৌধুরী।
    উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ, এসআই রাকিবুল হাসান, নবী হুসেন, শফিকুল ইসলাম, কায়েমুল ইসলাম, জাপা নেতা আজাদ মিয়া, আব্দুল বারী মেম্বার, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, নাছির উদ্দিন মেম্বার, ইরাজ আলী, প্রদীপ চন্দ্র দেব, শরিফ উদ্দিন, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, ছাত্রসমাজ নেতা ফরহাদ হোসেন মারুফ প্রমুখ সহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ