বিস্তারিত
  • জাতীয় সংস্কৃতি অঙ্গণে বিশ্বনাথের শাহ খোয়াজ মিয়া ও ৭ ফেব্রুয়ারী’র লোক উৎসব


    তজম্মুল আলী রাজু :: || 05 February, 2018, 7:36 PM || বিশ্বনাথ


    তজম্মুল আলী রাজু :: দেশের জনপ্রিয় শিল্পী বেবী নাজনিন, ডলি সায়ন্তনি, সাজ্জাদ নূরসহ অনেক গুণী শিল্পী শাহ খোয়াজ মিয়া’র রচিত গান গেয়ে স্টেইজ মাতিয়েছে। জনতার ভালবাসা পেয়েছেন। অই অর্জন আর সুনামের বেশীর ভাগ দাবিদার বিশ্বনাথবাসী। অর্জন থাকবে চিরদিন-চিরকাল। অনেক সাধনায় গীতিকার শাহ খোয়াজ মিয়া বিশ্বনাথবাসিকে ধন্য করেছেন।
    খোয়াজ মিয়ার গান দিয়ে দেশের জাতীয় সংস্কৃতি অঙ্গণে বিশ্বনাথকে তুলে ধরেছেন বিশালভাবে। সাংস্কৃতি অঙ্গণে শাহ খোয়াজ মিয়া বিশ্বনাথের জন্য একজন আইডল। যে মানুষটি তাঁর গান দিয়ে উপরে তুলে ধরার চেষ্ঠা করেছেন। তাঁর এ অবদান ছোট করে দেখা যাবেনা।
    মানুষ আজোও গুণ গুণ করে গায় খোয়াজ মিয়া লেখা আমার বন্ধু যাদু জানে….। বন্ধু আইও আমার বাড়িসহ অসংখ্য গান। যেসব গানগুলো শুনলে মানুষের ভাল লাগে। মনকে প্রফুল্ল করে। যে ভাল লাগাটার কারিগর হচ্ছে বিশ্বনাথে কৃতি সন্তান গীতিকার শাহ খোয়াজ মিয়া।
    গীতিকার শাহ খোয়াজ মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ১২ মার্চ ১৯৪২ সালে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম মৌলভী আজিজুর রহমান ও মাতার নাম মুরহুম আছকিরা বিবি। ছোট বেলা থেকে শাহ খোয়াজ মিয়া গান, কবিতা, ছড়া লেখা নিয়ে চিন্তা করতেন। সেই চিন্তা চেতনায় তিনি আজ হয়েছেন সবার কাছে শাহ খোয়াজ মিয়া।
    শাহ খোয়াজ মিয়া প্রায় ১ হাজার গান রচনা করেছেন। ৪টি গানের বই বের করেছেন যে বইগুলো থেকে অনেক শিল্পী গান পরিবেশন করে ষ্টেইজ মাতিয়ে তুলেন। মানুষকে আনন্দ দেন। ৪টি জনপ্রিয় গানের বই হচ্ছে প্রেম স্বর্গীয় ১ম ও ২য় খন্ড, গীত বিচিত্রা ও পঞ্চরস।
    শাহ খোয়াজ মিয়ার গান, কবিতা আর ছড়ায় ফুটিয়ে তুলেছেন দেশপ্রেম, শিক্ষা, সংস্কৃতি ও প্রকৃতি কথা। তাঁর লেখায় উপকৃত হয়েছেন অনেকেই। যে উপকার পেয়ে অনেকেই হয়েছেন জনপ্রিয় ও জননন্দিত। বিদ্যারসাগর দূববীন শাহ’র কাছ থেকে শাহ খোয়াজ মিয়া গানের তালিম নিয়ে গান, কবিতা আর ছড়া লেখা শুরু করেছিলেন। যে ধারা আজও তিনি অব্যাহত রেখেছেন।
    অই গুণী গীতিকারের লোক উৎসব অনুষ্টান চলতি মাসের ৭ ফেব্রুয়ারী দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিকেল ২টায় অনুষ্ঠিত হবে। শাহ খোয়াজ মিয়া ‘লোকউৎসব পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ। অনুষ্ঠানে আরো গুণী ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
    অনুষ্ঠানে উপজেলার সর্বস্থরের সবার উপস্থিতি কামনা করেছেন শাহ খোয়াজ মিয়া লোক উৎসব পরিষদের সভাপতি আনোয়ার মিয়া ও সাধারণ সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভু।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ