বিস্তারিত
  • ট্রাম্পের হুমকি পেয়ে মেক্সিকোতে আশ্রয় চাইছে অভিবাসীরা


    বিশ্বনাথ বিডি ২৪ || 04 November, 2018, 8:42 PM || প্রবাস


    বিশ্বনাথ বিডি ২৪ :: মধ্য আমেরিকার দেশগুলোর ৩ হাজার ২শ’র বেশি নাগরিক গত দুই সপ্তাহে মেক্সিকোর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। এরা যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী। শনিবার দেশটির সরকার একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
    আবেদনকারীদের সিংহভাগই হন্ডরাসের। এরা পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালায়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের জন্য মোট ৩ হাজার ২৩০টি আবেদন জমা পড়েছে।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমানভাবে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী প্রত্যাশীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায়, অনেকে সেখানে প্রবেশের চেষ্টা বাদ দিয়ে, মেক্সিকোতেই থেকে যাচ্ছে।
    কর্মকর্তারা বলেন, ৪শ’টির বেশি আবেদন বাতিল করে তাদেরকে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সব অভিবাসী প্রত্যাশীরা নিজ দেশে দারিদ্র্য ও কর্মসংস্থানের সুযোগের অভাবে দেশত্যাগী হচ্ছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ