বিস্তারিত
  • লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 October, 2018, 4:15 PM || প্রবাস


    বিশ্বনাথ বিডি ২৪ :: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকূল আবহাওয়া ও গুরিগুরি বৃষ্টির মধ্যেও বৃটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ৫ এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০১৮ সম্পন্ন হয়েছে ১৫ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে।

    চ্যানেল এস ও ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলা নিধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত প্রথম ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে ব্রিটেনের অন্যতম বাংলা জনপ্রিয় অনলাইন সংবাদপত্র ওয়ানবাংলানিউজ.কম এর ফ্রেন্ডস নিয়ে গড়া ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।
    ৯টি দল নিয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে খেলা শুরু হয় দুপুর ১টায়। খেলার উদ্বোধন করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সাত্তারসহ স্পন্সর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।
    ফাইনাল খেলা শেষে অংশগ্রহনকারী সব কয়টি দলকে মেডেল, চ্যাম্পিয়ন দল ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেডকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০০ পাউন্ড প্রাইজমানী, রানার্সআপ দল চ্যানেল এসকে ট্রফি ও ১৫০ পাউন্ড প্রাইজমানী দেয়া হয়।

    সমাপনী বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, বর্তমান সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং সেক্রেটারী মোহাম্মদ জোবায়ের বলেছেন আগামীতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে প্রতি বছরই অনুষ্ঠিত হবে। উক্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সোবহান এবং আইটি সেক্রেটারি সালেহ আহমদ।
    ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাটেড এর ম্যানেজার ছিলেন বিশিস্ট সাংবাদিক মোস্তাক আলী বাবুল, অধিনায়কত্ব করেন ব্রিটবাংলা’র নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী, গোলকিপার ছিলেন ওয়ানবাংলানিউজ এর সম্পাদক জাকির হোসেন কয়েছ, অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন এনটিভি চীফ রিপোর্টার আকরাম হোসেন, ইক্বরা বাংলা টিভির সিনিয়র সাংবাদিক সুবাশ দাস, এনটিভিও সিনিয়র সাংবাদিক কয়েছ আহমদ রোহেল, ওয়ানবাংলানিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ ছোবহান, সাংবাদিক আব্দুল বাছিত রফি, এখলাছুর রহমান পাক্কু।
    এদিকে ওয়ানবাংলানিউজ ডট কমের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল, লন্ডনবাংলা প্রেসক্লাবসহ অংশগ্রহনকারী সকল দলকে ওয়ানবাংলানিউজ টিমের পক্ষে অভিনন্দন জানিয়েছেন ডায়রেক্টর আব্দুর রহিম রঞ্জু, আবুল হাসনাত, আবুল কালাম নির্বাহী সম্পাদক এম এ জামান অভিনন্দন জানানো হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ