বিস্তারিত
  • বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৩ মার্চ


    বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2018, 9:10 PM || প্রবাস


    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আগামী ৩ মার্চ সংগঠনের ১৯তম বৃত্তি বিতরন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এবার ১২ লাখ টাকার বৃত্তি বিতরন হবে বলে জানানো হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। এতে জানানো হয় এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩৩জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে উচ্চ শিক্ষায় বৃত্তি দেয়া হবে। এবং ৫জন মেডিকেল ছাত্রকে মাসে ৪ হাজার টাকা করে বিশেষ বৃত্তি দেয়া হবে। এছাড়া আগামী ৬ মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় ।
    সংগঠনের সভাপতি মতছির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ তাহির উল্লাহ, সাজ্জাদুর রহমান, ট্রেজারার আজম খান, সহ ট্রেজারার আব্দুল ওদুদ শাহেল, সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, মো: আলী মজনু, সাংস্কৃতিক সম্পাদক কদরউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুকিত, শাহ জয়নাল আবেদিন, ফারুক মিয়া, কবির মিয়া।
    সভায় আরো জানানো হয় সংবিধান পরিবর্তনের জন্য ট্রাস্টি জাজ বেলায়তে হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও লোকমান হোসেনকে দিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল উক্ত কমিটি সংবিধানের ড্রাফট কপি ইসি কমিটির সদস্যদের কাছে প্রেরন করেছে। আগামী সভায় তা পর্যালোচনা করে গৃহিত হলে সকল ট্রাস্টিদের কাছে পৌছানো হবে এবং আগামী এজিএম এ উত্তাপন করা হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ