বিস্তারিত
  • ৮ দুস্থদের মধ্যে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি-ইউএসএ রিসকা বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 February, 2018, 7:11 PM || প্রবাস, বিশ্বনাথ


    সিলেটের বিশ্বনাথে আট ইউনিয়নের আটজন দুস্থদের মধ্যে রিকশা বিতরণ করেছে যুক্তরাষ্ট্রস্থ বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি। ৮ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকেলে উপজেলা বিআরডিবি হলরুমে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সার্বিক ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়। সমিতির সভাপতি আলহাজ্ব মনির আহমদের সভাপতিত্বে ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাষ্ট্রস্থ বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি আজাদুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হারুন রশীদ, মাছুম পাইক, মাহবুবুল ইসলাম আঙ্গুর, আতাউর রহমান, শেখ মো. ফেরদাউস, ফারুক আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মাশুক নাঈম, কামরুল আশিকী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ