বিস্তারিত
  • লন্ডনে মেয়র আরিফের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র মতবিনিময়


    বিশ্বনাথ বিডি ২৪ :: || 31 January, 2018, 8:24 PM || প্রবাস


    সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল ছড়া, নালা উদ্ধার ও সংস্কার করা, যানজট নিরসনে রাস্তাঘাট সম্প্রসারণ, বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। এসব উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে তিনি সিলেট নগরে প্রবাসী অধিবাসীদের সহযোগিতা প্রত্যাশা করেন।
    ২৮ জানুয়ারী রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হলিডে ইন হোটেলের ভিক্টোরিয়া স্যূটে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র আরিফ তাঁর নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও আগামী পরিকল্পনাগুলো তুলে ধরেন।
    জালালাবাদ এসোয়িশন ইউকের আহ্বয়াক, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিশিষ্ট শিল্পপতি ডঃ ইকবাল আহমদ ওবিই, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ মুনিম, বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিশেনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহনুর খান, ব্যবসায়ী নেতা মাহতাব চৌধুরী, ক্যাটারার্স নেতা মোজাহিদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মিসবাহ জামাল, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, শাহীন মোস্তফা প্রমুখ।
    লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সম্বর্ধিত অতিথিকে ফুলের তোড়া উপহার দেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের দেলওয়ার হোসেন ও জাহাঙ্গীর খান। এছাড়া হল ভর্তি উপস্থিত সুধিজনদের বেশ কয়েক জন নগর উন্নয়ন ও সমস্যা মেয়রকে বিভিন্ন প্রশ্ন করেন।
    চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী লন্ডনের সাথে সিলেটের ঐতিহাসিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সিলেট নগরের একটি রাস্তার নাম ব্রিক লেন করার এবং তৃতীয় বাংলার রাজধানীখ্যাত পূর্ব লন্ডনের ব্রিক লেন এর আদলে সিলেটের ব্রিক লেনকে গড়ে তোলার এবং প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটে একটি প্রবাসী চত্বর ও সেখানে মনুমেন্ট প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তাঁর এই প্রস্তাব গুরুত্ব সহকারের বিবেচনার আশ্বাস দেন মেয়র আরিফুল হক চৌধুরী।
    সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ও সিইও, বিশিষ্ট শিল্পপতি ডঃ ইকবাল আহমদ ওবিই নতুন প্রজন্মকে দেশে যেতে আকৃষ্ট করতে সিলেট সিটি কর্পোরশনের উদ্যোগে ডিসকভার সিলেট নামে একটি ইন্টারএ্যাক্টিভ ওয়েবসাইট নির্মান করার এবং সিলেটের সকল পর্যটন এলাকা ও সুবিধাদির ব্যাপকভিত্তিক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিলাতে কিংবা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম এখন বিভিন্ন দেশে বেড়াতে যায়। তাদেরকে আকৃষ্ট করতে পারলে বাংলাদেশের পর্যটন শিল্প কম সময়ের মধ্যেই ঘুরে দাড়াতে পারবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ