বিস্তারিত
  • ‘রক্তের জন্য কেউ মরবে না পাশে থাকবে স্বপ্ন ছোয়া’


    বিশ্বনাথ বিডি ২৪ :: || 03 February, 2018, 9:28 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :: রক্তের প্রয়োজন হলে পাশে থাকবে স্বপ্ন ছোঁয়া রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা। রক্তের জন্য বিশ্বনাথের একজন মানুষ মারা যাবে তা কোনভাবে সহ্য করা যাবেনা। রক্তের প্রয়োজন হলে স্বপ্ন ছোয়া’র সদস্যদের ডাক দিলেই সঙ্গে সঙ্গে রক্তের প্রয়োজন মিটিয়ে দেয়ার চেষ্ঠা করবে সংগঠনের ভাইয়েরা। এমন ভাল লাগার কথাগুলো ৩রা ফ্রেরুয়ারী বিশ্বনাথ উপজেলা সদরে আয়োজিত স্বপ্ন ছোঁয়া রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তা ও স্বপ্ন ছোঁয়ার নেতৃবৃন্দ এস কথাগুলো বলেন। আলোচনা সভা শেষে সংগঠনের বর্ষপূতির কেক কেটে সংগঠনের জন্মদিন পালন করা হয়।


    স্বপ্ন ছোঁয়া রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মাওলানা আব্দুল মতিন।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাণিং পয়েন্টের প্রতিষ্টাতা প্রধান মো. মঈনউদ্দিন, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ থিয়েটারের সাবেক সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল।


    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূরউদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আক্তার আহমদ সাহেদ, সংগঠক বেলায়েত হোসেন বেলাল, দুরন্ত বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সবাপতি তালহা সুয়েব বিন হেলালী, স্বপ্ন ছোঁয়া পরিবারের সদস্য রাকিব সোলেমান, দিলোয়ার হোসেন সজিব, হাবিবুর রহমান, ফারুক আহমদ, লোকমান হোসেন তারেক, ওলিউর রহমান বাবুল, শামীম আহমদ, ফাহিম আহমদ, বকুল আহমদ, পংকি মিয়া, রাসেল আহমদ, জাবেদুল হক জামান, জাহেদ আহমদ জনি, আব্দুল বাছিত প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক তাজুল ইসলাম সাজু।
    আলোচনা সভা শেষে স্বপ্ন ছোঁয়া রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটের অতিথিবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ