বিশ্বনাথ বিডি ২৪ || 05 September, 2023, 7:10 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া ও তার কথিত পিএস দবির মিয়ার বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছেন রাজন আহমদ অপু নামে এক যুবলীগ নেতা।
এ নিয়ে নুনু মিয়ার বিরুদ্ধে মামলার সংখ্যা দাড়াল ৩ এ। এর মধ্যে আজ সাইবার আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন ময়না মিয়া নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতা। এরআগে গত ২২ আগস্ট ৪ লাখ টাকা আত্মসাতে র অভিযোগে নুনু মিয়া ও দবির মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে আাদালতে মামলা দায়ের করেন খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জামাল আহমদ।