বিশ্বনাথ বিডি ২৪ || 07 October, 2024, 8:03 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে সোমবার (৭ সেপ্টেম্বর) পিস ফ্যাসিলিটের গ্রæপ (পিএফজি) উদ্যোগে আন্ত: ধর্মীয় সংলাপ ভ্যানু সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পিএফজি বিশ্বনাথ উপজেলা এম্বাসেডর প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর বদরুল ইসলাম মহসিন ও সদস্য সফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া. দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দি হাঙ্গার প্রজেক্টের টেইনার তুহিন আফসারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিকাহ রেজিস্টার কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু। এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেটের সমন্বয়কারী কুদরত পাশা, টেইনার আকলিমা চৌধুরী, সাইফুল ইসলাম, পিএফজি বিশ্বনাথ উপজেলা এম্বাসেডর তজম্মুল আলী রাজু, সদস্য জয়নাল আবেদীন, তরিকুল ইসলাম, হোসাইন আহমদ শাহিন, মোহাম্মদ কাওছার খান, রাসনা বেগম, স্বপ্না শাহিন, নাজমা বেগম, জোছনা বেগম, আশিকুর রহমান রানা, রিপন আহমদ, আশিক আলী, ইয়ুথ এম্বাসেডর আব্দুল কাইযুম সদস্য শাহ টিপু, তাজুল ইসলাম সাজু, মুসলমান ধর্মীয় নেতা ইমাম আখলাক আহমদ চৌধুরী, হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা আবুল হোসেন, হিন্দু ধর্মীয় নেতা সমরেন্দ্র বৈদ্য সমর, গোবিন্দ মালাকার, সমাজকর্মী আব্দুল বারী, আব্দুল মতিন, বিজয়, ডাক্তার বিভাংশু গুণ বিভু প্রমুখ। সংলাপের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মহসিন ও গীতা পাঠ করেন ময়ল ভট্রাচার্য।
সংলাপে বক্তারা বলেছেন, মানুষের দৈনন্দিন জীবন-যাপন যেমন সহজতর হয়ে উঠছে, তেমনি বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ইত্যাদির মাঝে মতপার্থক্য দ্বন্ধ, সংঘাত ও পরমত অসহিষ্ণুতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি অবসানপূর্বক পারস্পরিক অনুপম পরিবেশ সৃষ্টির অনন্য মাধ্যম হল সংলাপ। যার মাধ্যমে পরস্পরের ভুল বুঝাবুঝির অবসান হয়ে মনে সংকীর্ণতা দূর করে সম্পর্ক সুদৃঢ় করা যায়।
ফলে বিভিন্ন মহলে আন্তঃধর্মীয় সংলাপের প্রতি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আন্তঃধর্মীয় সংলাপ আন্তঃধর্মীয় সম্প্রীতি সাম্প্রতিক বিশ্বের একটি বহুল আলোচিত বিষয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, নিরাপদ সহাবস্থান, বিশ্বজনীন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।