বিস্তারিত
  • বিশ্বনাথে বজ্রপাতে ছাত্রের মৃত্যু


    বিশ্বনাথ বিডি ২৪ || 29 September, 2024, 4:57 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদওয়ান আহমদ নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। সে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। রেদওয়ান সিলেট এমসি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরে বাড়ির পাশের ডুবির হাওরে মাছ ধরতে যায় রেদওয়ান। এক পর্যায়ে বজ্রাঘাতের আঘাতে মারা যান তিনি। এ সময় আহত হয় তার ছোট ভাই সুফিয়ান।

    বজ্রপাতে মৃত্যুর শিক্ষার্থীর বিষয়টি দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান নিশ্চিত করেছেন।

    নিহেতের ছোট ভাই সুফিয়ান আহমদ সাংবাদিকদের জানান, আমরা দুই ভাই ভোরে ডুবির হাওরে মাছ ধরতে এক সাথে যাই। এসময় বজ্রপাত হয় আমার বড়ভাই তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সেসময় আমিও মাটিতে পড়ে যাই। তখন আমার জ্ঞান ছিল পরে আমার বড় ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

    বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, ‘বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ