বিশ্বনাথ বিডি ২৪ || 12 January, 2026, 3:20 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: আর্তসামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণমূলক সংগঠন বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। সংগঠনটি জন্মলগ্ন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সুবিধা বঞ্চিতদের সহায়তা করে মানুষের মুখে হাঁসি ফুটিয়ে প্রশংসা কুঁড়িয়েছে। সংগঠনের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা সংগঠনের উদ্যোগে সোমবার সিলেটের বিশ্বনাথে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। দুপুরে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের জেনারেল সেক্রেটারি গোলজার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি রইছ আলী।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি, শিক্ষানুরাগী গৌছ আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মাফিজ খান, ট্রাস্টি গৌছ খান, ফারুক মিয়া, মনির আলী বসির, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, আজিজুর খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের ট্রাস্টি সিরাজুল ইসলাম, রামসুন্দর অগ্রগামি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, শিক্ষানুরাগী, প্রবাসী শানুর আলী, আব্দুল গফুর, শেখ মো. আবুল বাসার, রফিক মিয়া, শিক্ষানুরাগী বসির উদ্দিন আহমদ, তছির আলী, এমদাদুর রহমানসহ বিভিন শ্রেণী পেশার লোকজন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রবাসী এডকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় অফিসের সহকারি আল-আমিন।
আলোচনা সভা শেষে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের ৬৭ জন অসহায়, দুস্থ: পরিবারের সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।



