বিশ্বনাথ বিডি ২৪ || 22 December, 2025, 10:00 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর কার্যালয়ে বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ বলেছেন, আমি সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতায় বিশ্বনাথের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে আমি মনে করি। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের খুব বেশী প্রয়োজন।
তিনি বিশ্বনাথ বাজারের যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে নিজের সর্বোচ্ছ চেষ্ঠা অব্যাহত রাখবেন আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে কোন ছাড়া না দিয়ে মাদক মুক্ত বিশ্বনাথ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম, সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল ইসলাম প্রমুখ



