বিস্তারিত
  • বিশ্বনাথ প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 November, 2020, 2:27 PM || বিশ্বনাথ, মিডিয়া


    বিশ্বনাথবিডি২৪:-সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, এমপি হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। সৎ, নিষ্ঠাবান হিসেবে কাজ করে সংসদীয় আসনকে এগিয়ে নিতে আমার চেষ্ঠা অব্যাহত আছে, থাকবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন।

    তিনি বলেন, আমার বিরুদ্ধে কোন অনিয়ম থাকলে সেটাও পত্রিকার পাতায় সাংবাদিকেরা তুলে ধরবেন। এতে আমি সংশোধন হতে পারব।

    তিনি আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের ৩য় অভ্যন্তরিণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামালউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু। এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শহিদ আহমদ, বিশ্বনাথ থানার এসআই ফজলুল হক সঞ্জয় দাশ, প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নুরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক আফজল মিয়া প্রমুখ।

    আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ক্রেষ্ঠ ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ