বিশ্বনাথ বিডি ২৪ || 01 June, 2018, 8:34 PM || সাহিত্য
মিজানর রহমান মিজান
সখি তোর বিরহে
দু’নয়নে বহে
নিরবধি জল
করলি ছল।
দিলি ভালবাসা
পেলাম আশা
এলো মনে বল
নাড়ালে কাঠির কল ।
নিশি জাগিয়া
তোরে ভাবিয়া
পাইলাম না কুল
ও তোর ছলনা অতুল।
যৌবন জোয়ার
পানি কচু পাতার
হয়ে টলমল
গেল বিফল ।
তারিখ ১/৬/১৮ থ্রি:
এই নিউজটি সর্বমোট পঠিত হয়েছে:
৩৩